ব্যাট হাতে কাঙ্খিত গন্তব্যে পৌঁছতে পারেনি বাংলাদেশ দল। তবে ১৫৪ রানের পুঁজিও কম নয়। এক্ষেত্রে চ্যালেঞ্জ নিতে হবে বোলারদের। দারুণ কিছু করতে হবে নাসুম-মোস্তাফিজদের।
সেই কাজটাই করলেন নাসুম। তবুও একদম প্রথম বলেই। সেদিকউল্লাহ আতালের উইকেট তুলে নেন তিনি। গোল্ডেন ডাক উপহার দিয়ে এলবিডব্লুর ফাঁদে ফেলেন। ওই ওভারে আসেনি কোনো রানও।
দ্বিতীয় ওভারে ইব্রাহিম জাদরানকেও ফেরানোর সুযোগ ছিল বাংলাদেশের। তাসকিন আহমেদের বলে ক্যাচ দিয়েছিলেন ইবরাহীম, তবে তা লুফে নিতে পারেননি রিশাদ।
যদিও বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি, নিজের দ্বিতীয় ওভারে এসেই ফেরান ইবরাহীমকে। তিনিও এলবিডব্লু হয়ে ফেরেন ১২ বলে ৫ রান করে। ৪.১ ওভারে ১৮ রানে ২ উইকেট হারায় তারা।
সব মিলিয়ে পাওয়ার প্লেতে ২ উইকেট হারিয়ে মাত্র ২৭ রান তুলে আফগানরা। এই মুহূর্তে তাদের রান ৮ উইকেটে ৪৯। শেষ ওভারে এসে শামীম দিয়েছেন ১৬ রান।
রাহমানুল্লাহ গুরবাজ ২৬ ও গুলবাদিন নাইব ব্যাট করছেন ১৫ রানে। জয়ের জন্য আফগানিস্তানের চাই ৭২ বলে ১০৬ রান।