এশিয়া কাপ শেষ হয়েছে বাংলাদেশের, ফাইনালে ওঠার স্বপ্ন হয়েছে ভঙ্গ। তবে সেই বেদনা নিয়ে বসে থাকার সুযোগ নেই, ব্যস্ত মৌসুম শুরু হয়ে যাচ্ছে দু’দিন পর থেকেই। এমনকি দেশেও ফিরতে পারছেন না তারা।
এশিয়া কাপ মিশন শেষ হলেও আরব আমিরাতেই রয়ে গেছে বাংলাদেশ দল। আগামী মাসের শুরুতেই সেখানে আফগানিস্তানের সাথে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে তারা।
২, ৩ ও ৫ অক্টোবর শারজাহতে হবে টি-টোয়েন্টি সিরিজ। পরে ৮, ১১ ও ১৪ অক্টোবর আবুধাবিতে গড়াবে ওয়ানডে। যদিও সিরিজের দল ঘোষণা এখনো হয়নি। তবে টি-টোয়েন্টি সিরিজে নাও দেখা যেতে পারে লিটন দাসকে।
সাইড স্ট্রেইনের চোটে এশিয়া কাপে ভারত ও পাকিস্তানের বিপক্ষে খেলতে পারেননি লিটন দাস। একই চোটে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও খেলা হচ্ছে না নিয়মিত এই অধিনায়কের।
চোট থেকে সেরে উঠতে অন্তত দেড় বা দুই সপ্তাহ সময় লাগবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিশ্বস্ত একটি সূত্রে এমনটাই জানা গেছে। প্রথম দুই ম্যাচ নিশ্চিতভাবেই খেলছেন না তিনি, অন্যটা নিয়েও আছে অনিশ্চয়তা।
লিটন ফিট হয়ে উঠতে না পারলে টি-টোয়েন্টি সিরিজেও বাংলাদেশকে নেতৃত্ব দিতে পারেন জাকের আলী। এশিয়া কাপেও ভারত ও পাকিস্তানের বিপক্ষে দলকে নেতৃত্ব দেন তিনি। যদিও তার দলে অন্তর্ভুক্তি নিয়েও আছে প্রশ্ন।
এছাড়া নুরুল হাসান সোহানও আছে দলের সাথে। যার পূর্বে জাতীয় দলকে নেতৃত্ব দেয়ার অভিজ্ঞতা আছে। তবে লিটনের জায়গায় দলে কে আসবেন, তা নিয়েও আছে প্রশ্ন। সৌম্য সরকার বা মোসাদ্দেক হোসেনকে নিয়ে আসা হতে পারে।
দু’জনই এনসিএলে রানে আছেন। শেষ ম্যাচটায় দারুণ ফিফটিও পেয়েছেন। অথবা ওয়ানডে দলে থাকা নাজমুল হোসেন শান্তকে আগেভাগেই উড়িয়ে এনে সুযোগ দিতে পারে টি-টোয়েন্টিতে।
তবে সবকিছুই স্পষ্ট হবে দল ঘোষণার পর। গুঞ্জন আছে, আজই দুই সিরিজের জন্য দল প্রকাশ করতে পারে নির্বাচক প্যানেল।