স্টার্কের বিশ্বরেকর্ড

বোল্যান্ডের হ্যাটট্রিক, ২৭ রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ

এটি টেস্ট ইতিহাসে দ্বিতীয় সর্বনিম্ন দলীয় সংগ্রহ। এর চেয়ে কম রানে কোনো দল অলআউট হয়েছিল কেবল একবারই, ১৯৫৫ সালে নিউজিল্যান্ড, ইংল্যান্ডের বিপক্ষে মাত্র ২৬ রানে।

নয়া দিগন্ত অনলাইন
উইকেট নেয়ার পর অজিদের উদযাপন
উইকেট নেয়ার পর অজিদের উদযাপন |ইন্টারনেট

ক্রিকেট দুনিয়ায় ঘটে গেল এক অবিশ্বাস্য ঘটনা। কিংস্টনে লজ্জায় ডুবলো ওয়েস্ট ইন্ডিজ। দিবারাত্রির টেস্টে মাত্র ২৭ রানে গুটিয়ে গেছে ক্যারিবীয়রা! টেস্ট ক্রিকেটের ইতিহাসে যা দ্বিতীয় সর্বনিম্ন স্কোর।

ফ্রাঙ্ক ওরেল ট্রফির শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে জয়ের জন্য ২০৪ রানের লক্ষ্য দেয় অস্ট্রেলিয়া। তবে অজি পেসারদের তাণ্ডবে ১৭৬ রানে হেরে গেছে স্বাগতিকরা। মাত্র ২৭ রানেই ইনিংস শেষ হয়।

এটি টেস্ট ইতিহাসে দ্বিতীয় সর্বনিম্ন দলীয় সংগ্রহ। এর চেয়ে কম রানে কোনো দল অলআউট হয়েছিল কেবল একবারই, ১৯৫৫ সালে নিউজিল্যান্ড, ইংল্যান্ডের বিপক্ষে মাত্র ২৬ রানে।

অবশ্য ক্যারিবীয়রা হুমকির মুখে ফেলে দিয়েছিল কিউইদের সেই রেকর্ডও, ৫.২ ওভারে মাত্র ১১ রানে ৬ উইকেট হারিয়ে বসে তারা। জাস্টিন গ্রিভসের ইনিংস সর্বোচ্চ ১১ রান সেই লজ্জা এড়ায়।

এদিকে বল হাতে বিশ্ব রেকর্ড গড়েছেব স্টার্ক। নিজের শততম টেস্ট খেলতে নেমে অনন্য এক কীর্তি গড়েছেন তিনি। মাত্র ১৫ বলের মাঝে ৫ উইকেট শিকার করেছেন স্টার্ক, যা ক্রিকেটে আর কেউ পারেনি।

প্রথম ওভারে কোনো রান না দিয়েন স্টার্ক নেন ৩ উইকেট। দ্বিতীয় ওভার ছিল উইকেট শূন্য মেডেন। তৃতীয় ওভারে ফিরে প্রথম তিন বলেই নেন ২ উইকেট। তাতে ১৫ বলেই পেয়ে যাব ৫ উইকেট।

এই কীর্তি গড়ার পথে চতুর্থ অস্ট্রেলিয়ান বোলার হিসেবে ৪০০ উইকেটের মাইলফলক পেরিয়ে যান স্টার্ক। তার এমন বিধ্বংসী স্পেলে ওয়েস্ট ইন্ডিজ ধসে পড়ে চোখের পলকে।

বাকি কাজটা করেন স্কট বোল্যান্ড। ১৪তম ওভারে তুলে নেন হ্যাটট্রিক। জাস্টিন গ্রিভস, শামার জোসেফ ও জোমেল ওয়ারিকানকে ফেরান তিনি। স্কোরটা ২৬/৯ বানিয়ে দেন।

এরপর ফের স্টার্কের আঘাত! তুলে নেন শেষ উইকেট। মাত্র ১৪.৩ ওভারেই অলআউট ক্যারিবীয়রা, যা আধুনিক টেস্ট ইতিহাসের অন্যতম সংক্ষিপ্ত ইনিংস।

এদিকে শেষ উইকেট নিয়ে স্টার্কের ফিগার দাঁড়ায় ৬/৯! যা তার ক্যারিয়ার সেরা। বোল্যান্ড ৩ ও অন্য উইকেটটি নেন জশ হ্যাজলউড।

উল্লেখ্য, কিংস্টনে দিবারাত্রির টেস্টের প্রথম ইনিংসে আগে ব্যাট করে ২২৫ রান করে অস্ট্রেলিয়া। জবাবে প্রথম ইনিংসে ১৪৩ রান করে ওয়েস্ট ইন্ডিজ। ৮২ রানের লিড পায় অজিরা।

তবে দ্বিতীয় ইনিংসে তেমন সুবিধা করতে পারেনি অস্ট্রেলিয়া৷ সোমবার কিংসটনে ৬ উইকেটে ৯৯ রানে দিন শুরু করে গুটিয়ে যায় ১২১ রানেই। তাতে ওয়েস্ট ইন্ডিজ টার্গেট পায় ২০৪ রানের।

আর রান তাড়া করতে নেমেই অজিদের পেস আগুনে পুড়ে ছাড়খার ওয়েস্ট ইন্ডিজ। একই সাথে ৩ ম্যাচের টেস্ট সিরিজে ৩-০ তে ধবলধোলাই হলো স্বাগতিকরা।