সেঞ্চুরির দ্বারপ্রান্তে তাসকিন

এবারের এশিয়া কাপে ৩ ম্যাচ খেলেছেন তাসকিন। ১০৯ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন এই ডান-হাতি পেসার।

নয়া দিগন্ত অনলাইন
সেঞ্চুরির দ্বারপ্রান্তে তাসকিন
সেঞ্চুরির দ্বারপ্রান্তে তাসকিন |সংগৃহীত

বাংলাদেশের তৃতীয় বোলার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ১০০ উইকেট শিকারের দ্বারপ্রান্তে রয়েছেন পেসার তাসকিন আহমেদ।

বুধবার দুবাইয়ে এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ। ওই ম্যাচে ১ উইকেট শিকার করলেই টি-টোয়েন্টি ক্যারিয়ারে ১০০ উইকেট পূর্ণ হবে তাসকিনের।

বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে ইতোমধ্যে ১০০ উইকেট শিকারের ক্লাবে নাম লিখিয়েছেন সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। সাকিব ১২৯ ম্যাচে এবং মোস্তাফিজ ১১৭ ম্যাচে সমান ১৪৯টি করে উইকেট নিয়েছেন।

সাকিব-মোস্তাফিজের পর সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় তৃতীয় স্থানে আছেন তাসকিন। ৮১ ম্যাচে ৯৯ উইকেট আছে তার।

২০১৪ সালে মিরপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেক হয় তাসকিনের। অভিষেক ম্যাচে ৪ ওভারে ২৪ রানে ১ উইকেট নেন তিনি।

এবারের এশিয়া কাপে ৩ ম্যাচ খেলেছেন তাসকিন। ১০৯ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন এই ডান-হাতি পেসার।