সিরিজ জিতে স্বস্তিতে থাকা ওয়েস্ট ইন্ডিজ আগের ম্যাচের একাদশে ৩ পরিবর্তন নিয়ে মাঠে নামে। নিয়মিত অধিনায়ক শাইহোপও নেই একাদশে। বিপরীতে সিরিজে প্রথমবার সুযোগ পান আমির জাঙ্গো।
সুযোগ পেয়ে ভালোই শুরু করেন আমির, তবে ভয়ের কারণ হয়ে ওঠার আগেই তাকে থামান রিশাদ হোসেন। ২৩ বলে ৩৪ রান করে ৭.৩ ওভারে আউট হন তিনি। তার আগেই অবশ্য আরো দুটো উইকেট হারায় ক্যারিবীয়রা।
অ্যালিক আথানেজ ৮ বলে ১ রান করে শেখ মেহেদী ও ৭ বলে ৮ রান করে আউট হন ব্রেন্ডন কিং। এই তিনজন ফেরার পর রোস্টন চেজ ও আকিম অগাস্ট সমান ১৭ রান নিয়ে ব্যাট করছেন।
ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৩ উইকেটে ৭৭। শেষ ১০ ওভারে চাই আর ৭৫ রান। হাতে আছে ৭ উইকেট।
এর আগে আজ তৃতীয় ম্যাচে এসে (শুক্রবার) টসে জিতে আগে ব্যাট করতে নামে লিটন দাসরা। একাদশে ৪ পরিবর্তন নিয়ে মাঠে নামে বাংলাদেশ, বদল আসে উদ্বোধনী জুটিতেও। তবে বদল আসেনি ব্যাটিং ধসে।
তানজিদ তামিমের ক্যারিয়ার সেরা ৮৯ রানের ইনিংসে কোনোরকমে দেড় শ’ (১৫১) পেরিয়েছে স্কোর। ব্যাট হাতে তামিম ছাড়া যথারীতি ব্যর্থ ছিলেন বাকি সবাই।
 


