বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ

শ্রীলঙ্কায় কেমন হতে পারে বাংলাদেশের একাদশ

শুধু এই ম্যাচ বা সিরিজ নয়, পঞ্চপাণ্ডবদের হয়তো আর কখনোই দেখা যাবে না ওয়ানডেতে। মুশফিক, তামিম ও মাহমুদউল্লাহ অবসর নিয়েছেন। সাকিব ও মাশরাফী বিদায় না বললেও দলে ফেরার সম্ভাবনা নেই।

নয়া দিগন্ত অনলাইন
বাংলাদেশ ক্রিকেট দল
বাংলাদেশ ক্রিকেট দল |ইন্টারনেট

আজ নতুন যুগে প্রবেশ করছে বাংলাদেশ ক্রিকেট। শুরু হচ্ছে নতুন পথচলা। গত দেড়যুগে যা হয়নি, তাই হচ্ছে এবার। ১৮ বছর পর পাঁচ মোড়লদের ছাড়া আজ কলম্বোতে খেলতে নামছে টাইগাররা।

শুধু এই ম্যাচ বা সিরিজ নয়, পঞ্চপাণ্ডবদের হয়তো আর কখনোই দেখা যাবে না ওয়ানডেতে। মুশফিক, তামিম ও মাহমুদউল্লাহ অবসর নিয়েছেন। সাকিব ও মাশরাফী বিদায় না বললেও দলে ফেরার সম্ভাবনা নেই।

তাদের বিদায়ে যেমন শেষ হয়েছে একটা যুগ, তেমনি শুরু হতে যাচ্ছে আরো একটা যুগের। যেখানে সামনে থেকে নেতৃত্ব দেবেন মেহেদী মিরাজ। প্রথমবারের মতো জাতীয় দলের আনুষ্ঠানিক নেতৃত্ব পেয়েছেন তিনি।

নতুন অধিনায়কের নেতৃত্বে কেমন একাদশ নিয়ে আজ মাঠে নামবে বাংলাদেশ, তা এখন বড় প্রশ্ন। যদিও খানিকটা আভাস মিলেছে গতকাল, ম্যাচ পূর্ববতী সংবাদ সম্মেলনে।

যেখানে প্রশ্ন ছিল মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদের জায়গায় কারা খেলবেন? উত্তরে বাংলাদেশ অধিনায়ক অভিজ্ঞদেরই বেছে নিয়েছেন। জানিয়েছেন তিনি নিজে আর লিটন দাস খেলবেন ৫ ও ৫ নম্বরে।

ছয়ে তাওহীদ হৃদয়, সাতে জাকের আলি নিশ্চিত। পেসারদের মাঝে তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান থাকছেন নিশ্চিত। অন্যজন কে হবেন, তা নিয়ে লড়াই হতে পারে নাহিদ রানা, তানজিম সাকিবের মাঝে। আছেন হাসান মাহমুদও।

তবে স্পিনার হিসেবে রিশাদ হোসেন খেলবেন নাকি তানভীর ইসলাম, তা জানতে অপেক্ষা করতে হতে পারে। এদিকে পেটের পীড়ায় ভুগছেন রিশাদ। যদিও টিম ম্যানেজার নাফিস জানিয়েছেন, বিষয়টা গুরুতর নয়।

তিনে নাজমুল হোসেন শান্ত থাকছেন, ওপেনিংয়ে থাকছেন তানজিদ হাসান তামিম। তবে আরেক ওপেনার কে হবেন, তা নিয়ে থাকছে প্রশ্ন। পারভেজ ইমন ও নাঈম শেখ উভয়েই ছন্দে আছেন। দেখা যাক কে জায়গা পান সেরা এগারোতে।

টাইগারদের সম্ভাব্য একাদশ-

পারভেজ ইমন, তানজিদ তামিম, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, মেহেদী মিরাজ, তাওহীদ হৃদয়, জাকের আলি, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা, মোস্তাফিজুর রহমান।