এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচে করমর্দন নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে কম জলঘোলা হয়নি। এখনো রয়ে গেছে তার রেশ। এরই মধ্যে টুর্নামেন্টের সুপার ফোরে ফের মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল।
আজ রোববার (২১ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নামবে ভারত ও পাকিস্তান।
হাইভোল্টেজ এই ম্যাচে দুই দলের একাদশেই একাধিক পরিবর্তনের আভাস পাওয়া গেছে। পাকিস্তানি সংবাদমাধ্যমগুলোর সূত্রমতে- আজকের একাদশে সুযোগ পেতে পারেন হুসেইন তালাত ও হারিস রউফ।
আজকের ম্যাচে পাকিস্তানের সম্ভাব্য একাদশ:
সাইম আইয়ুব, সাহিবজাদা ফারহান, ফখর জামান, ফাহিম আশরাফ, সালমান আলি আগা, মোহাম্মদ নওয়াজ, হুসেইন তালাত, মোহাম্মদ হারিস (উইকেটকিপার), শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ ও আবরার আহমদ।
পাশাপাশি ভারতও গ্রুপ পর্বের শেষ ম্যাচে ওমানের বিপক্ষে জোড়া বদল এনেছিল একাদশে। আজকের ম্যাচে শুরুর সেই একাদশ নিয়েই মাঠে নামবে ভারত।
আজকের ম্যাচে ভারতের সম্ভাব্য একাদশ:
অভিষেক শর্মা, শুভমান গিল, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব, সঞ্জু স্যামসন, হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং, শিবম দুবে, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ ও বরুণ চক্রবর্তী।