বিশ্বকাপ খেলতে যাচ্ছে না বাংলাদেশ ক্রিকেট দল। এবারের আসরে দর্শক হয়েই থাকতে হবে টাইগারদের। তবে ফাঁকা সময়টা কাজে লাগাতে চায় বাংলাদেশ সরকার, আনছে নতুন টুর্নামেন্ট।
আগামী মাসে গড়াতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে নেই বাংলাদেশ দল। নিরাপত্তা শঙ্কায় ভারতে খেলতে না চাওয়ায় টাইগারদের বাদ দিয়েই আসরটি আয়োজন করছে আইসিসি। বাংলাদেশের পরিবর্তে বিশ্বকাপ খেলবে স্কটল্যান্ড।
যেহেতু বিশ্বকাপে বাংলাদেশ দল খেলছে না, সেক্ষেত্রে এই ফাঁকা সময়ে কী করবেন ক্রিকেটাররা? এছাড়া বিশ্বকাপে না খেলায় আর্থিকভাবে ক্রিকেটাররা ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিভাবে এই লোকসান কমানো যেতে পারে, তা নিয়ে ভাবছে সরকার। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুব-উল-আলম জানিয়েছেন এমন তথ্য।
ক্রিকেটারদের লোকসান কিছুটা পুষিয়ে দিতে আর তাদের খেলার মধ্যে রাখতে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সাথে আলোচনার মাধ্যমে বিসিবির উদ্যোগে ঘরোয়া টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুব-উল-আলম গণমাধ্যমকে বলেন, ‘ইতোমধ্যে উপদেষ্টা আসিফ নজরুল ক্রিকেট বোর্ডের সাথে আলোচনা করেছেন। দেশেই আমরা আরেকটি টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছি।’
তিনি বলেন, ‘বিসিবির মাধ্যমে খবরটা পাবেন। আপনাদের অবহিত করবেন বিসিবি সভাপতি। সরকার তো আয়োজন করবে না, ক্রিকেট বোর্ডই সব করবে।’
বিশ্বকাপ স্কোয়াডে থাকা ক্রিকেটাররা ছাড়াও দেশের শীর্ষস্থানীয় অন্য ক্রিকেটাররাও এই টুর্নামেন্টে অংশ নেবেন বলে জানান মাহবুব।
তিনি বলেন, ‘জাতীয় দলে তো শুধু ১৫-২০ জন খেলোয়াড়। একটা টুর্নামেন্ট আয়োজন করলে এর বাইরেও যারা আছে তাদেরকেও নিতে হবে। যারা বিশ্বকাপ দলে ছিলেন তারা তো থাকবেনই, এর বাইরে প্রমিনেন্ট ক্রিকেটাররাও থাকবেন।’



