বিপিএলের ১১তম আসর মাঠে গড়াবে ডিসেম্বরের শেষ সপ্তাহে। তার আগে আগামীকাল রোববার অনুষ্ঠিত হবে নিলাম।
তবে আসরকে সামনে রেখে আরো আগে থেকেই দল গুছাতে শুরু করে ফ্রাঞ্চাইজিগুলো। যেখানে আছে কিছু বড় নাম।
বিপিএলের এবারের আসরের ঘোষণা আসার পর বিশ্বমানের প্লেয়ার পাওয়া নিয়ে সংশয় থাকলেও, সময়ের সাথে সাথে তার অনেকটাই যেন দূর হয়ে যাচ্ছে। যার বড় অংশেরই জোগান দিচ্ছে পাকিস্তান।
শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের সাথেও যোগাযোগ করতে শুরু করেছে ফ্রাঞ্চাইজিরা। ইতোমধ্যে কারো কারো সাথে চুক্তি হয়েও গেছে বলে জানা যাচ্ছে বিভিন্ন সূত্র থেকে। আছে অনেক গুঞ্জনও।
ফ্র্যাঞ্চাইজিদের অনুরোধে কয়েক বছর পর এবার আবার বিপিএলে নিলাম পদ্ধতি ফেরানো হয়েছে। নিলামের আগে বিপিএলের জন্য দল গোছাতে ব্যস্ত সময় পার করছে ফ্র্যাঞ্চাইজিগুলো।
সরাসরি চুক্তিতে দু’জন করে দেশী ক্রিকেটার ও সর্বোচ্চ দু’জন বিদেশী ক্রিকেটারের সাথে সরাসরি চুক্তি করার সুযোগ পেয়েছে ফ্র্যাঞ্চাইজিরা। সেই সুযোগটা বেশ ভালোভাবেই কাজে লাগিয়েছে তারা।
সবচেয়ে বড় চমক দেখিয়েছে ঢাকা ক্যাপিটালস। আগামী আসরের জন্য তাসকিন আহমেদ ও সাইফ হাসানের সাথে চুক্তি করেছে রাজধানীর দলটি। এছাড়া অ্যালেক্স হেলস ও উসমান খানকেও দলে ভিড়িয়েছে তারা।
এখনো কোনো বিদেশী ক্রিকেটারের আনুষ্ঠানিক খবর জানায়নি রাজশাহী ওয়ারিয়র্স। তবে দেশী ক্রিকেটার হিসেবে নাজমুল হোসেন শান্ত ও তানজিদ হাসান তামিমের সাথে চুক্তি করেছে ফ্র্যাঞ্চাইজিটি।
অন্যদিকে আসন্ন আসরেও রংপুর রাইডার্সের হয়ে খেলবেন দলটির নিয়মিত অধিনায়ক নুরুল হাসান সোহান। সাথে মোস্তাফিজুর রহমানকে দলে নিয়েছে তারা। দলভুক্ত করেছে ইতালির ওয়েইন ম্যাডসেনকে।
এছাড়া ডেভিড মালান, কাইল মায়ার্স ও খাজা নাফের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে তারা। এছাড়া দলটার কোচিং প্যানেলে দেখা যাবে নিয়মিত মুখ মিকি আর্থারকে, তবে এবার নেই সোহেল ইসলাম। তার দায়িত্ব নিয়েছেন সিলেট টাইটান্সের। এই দলটার হয়ে ব্যাটিং কোচের দায়িত্ব পালন করবেন ইমরুল কায়েস। তারা চুক্তি করেছে মেহেদী মিরাজ, নাসুম আহমেদ, সাইম আইয়ুব ও মোহাম্মদ আমিরের সাথে।
চট্টগ্রাম রয়্যালস এখনো দলে টেনেছে শেখ মেহেদী, তানভির ইসলাম ও পাকিস্তানের আবরার আহমেদকে। আর নবাগত নোয়াখালি এক্সপ্রেসের হয়ে মাঠ মাতাবেন সৌম্য সরকার, হাসান মাহমুদ, জনসন চার্লস ও কুশল মেন্ডিস।
নিলামের আগে বিপিএলে ৬ দলের স্কোয়াড :
ঢাকা ক্যাপিটালস- তাসকিন আহমেদ, সাইফ হাসান, অ্যালেক্স হেলস ও উসমান খান।
রংপুর রাইডার্স- নুরুল হাসান সোহান, মোস্তাফিজুর রহমান, ওয়েইন ম্যাডসেন।
নোয়াখালী এক্সপ্রেস- সৌম্য সরকার, হাসান মাহমুদ, জনসন চার্লস ও কুশল মেন্ডিস।
সিলেট টাইটান্স- মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, মোহাম্মদ আমির, সাইম আইয়ুব।
রাজশাহী ওয়ারিয়র্স- তানজিদ হাসান তামিম এবং নাজমুল হোসেন শান্ত।
চট্টগ্রাম রয়্যালস- শেখ মেহেদী, তানভির ইসলাম এবং আবরার আহমেদ।



