ত্রিদেশীয় সিরিজ

উসমানের হ্যাটট্রিকে ফাইনালে পাকিস্তান

১৮ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন পাকিস্তানের হ্যাটট্রিকম্যান তারিক।

নয়া দিগন্ত অনলাইন
৭৪ রানের দারুণ ইনিংস খেলেন বাবর আজম
৭৪ রানের দারুণ ইনিংস খেলেন বাবর আজম |ক্রিকইনফো থেকে নেয়া ছবি

অফ-স্পিনার উসমান তারিকের হ্যাটট্রিকে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে উঠল স্বাগতিক পাকিস্তান। গতরাতে টুর্নামেন্টের চতুর্থ ম্যাচে পাকিস্তান ৬৯ রানের বড় ব্যবধানে হারিয়েছে জিম্বাবুয়েকে। লিগ পর্বে ৩ ম্যাচের সবগুলোতে জিতে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে ফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান।

রাওয়ালপিন্ডিতে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে দলীয় ২৯ রানে প্রথম উইকেট হারায় পাকিস্তান। ১৩ রান করে আউট হন সাইম আইয়ুব।

দ্বিতীয় উইকেটে পাকিস্তানের বড় সংগ্রহের ভিত গড়ে দেন আরেক ওপেনার সাহিবজাদা ফারহান ও বাবর আজম। দু’জনে ৭৭ বলে ১০৩ রানের জুটি গড়েন। পাশাপাশি ব্যাট হাতেও হাফ-সেঞ্চুরির স্বাদ নেন তারা।

৪টি চার ও ৩টি ছক্কায় ৪১ বলে ৬৩ রান করেন ফারহান। ৫২ বল খেলে ৭ বাউন্ডারি ও ২ ওভার বাউন্ডারিতে ৭৪ রান করেন বাবর।

ফারহান-বাবরের পর শেষ দিকে ফখর জামানের ১০ বলে ২৭ রানের ক্যামিও ইনিংসের সুবাদে ২০ ওভারে ৫ উইকেটে ১৯৫ রানের সংগ্রহ পায় পাকিস্তান। জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা ২ উইকেট নেন।

জবাব দিতে নেমে ২৫ রানে ৩ উইকেট হারিয়ে শুরুতে চাপে পড়ে জিম্বাবুয়ে। চতুর্থ উইকেটে ৩৪ রানের জুটিতে শুরুর চাপ সামলানোর চেষ্টা করেন রাজা ও রায়ান বার্ল। ইনিংসের নবম ওভারে ২৩ রান করা রাজাকে ফিরিয়ে জুটি ভাঙেন পাকিস্তান স্পিনার মোহাম্মদ নাওয়াজ।

দশম ওভারে দ্বিতীয় থেকে চতুর্থ ডেলিভারিতে, পরপর তিন বলে জিম্বাবুয়ের টনি মুনিয়োঙ্গা-টাশিঙ্গা মুসেকিওয়া ও ওয়েলিংটন মাসাকাদজাকে শিকার করে হ্যাটট্রিক পূর্ণ করেন তারিক। ক্যারিয়ারের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের চতুর্থ বোলার হিসেবে টি-টেয়েন্টিতে হ্যাটট্রিক করলেন তিনি।

তারিকের হ্যাটট্রিকের পর লড়াই থেকে ছিটকে পড়ে জিম্বাবুয়ে। শেষ পর্যন্ত ১৯ ওভারে ১২৬ রানে গুটিয়ে যায় তারা। দলের পক্ষে সর্বোচ্চ ৬৭ রান করেন বার্ল।

১৮ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন পাকিস্তানের হ্যাটট্রিকম্যান তারিক।