অক্টোবরে বাংলাদেশে আসছে ওয়েস্ট ইন্ডিজ

আগামী ২ অক্টোবর শুরু হবে টি টোয়েন্টি সিরিজ। পরের দুই ম্যাচ ৩ ও ৫ অক্টোবর অনুষ্ঠিত হবে। ওয়ানডে সিরিজ শুরু হবে ৮ অক্টোবর, বাকি দু’ম্যাচ গড়াবে ১১ ও ১৪ অক্টোবর।

নয়া দিগন্ত অনলাইন
সিরিজ খেলতে দেশে আসছে ওয়েস্ট ইন্ডিজ
সিরিজ খেলতে দেশে আসছে ওয়েস্ট ইন্ডিজ |ইন্টারনেট

ব্যস্ততা বাড়ছে বাংলাদেশ দলের, নেই দম ফেলার ফুসরত। নেদারল্যান্ডস সিরিজ শেষেই এশিয়া কাপ, এরপর আফগানিস্তান সিরিজের সূচি আগেই ঘোষণা হয়েছিল। এবার জানা গেল, অপেক্ষায় আছে ওয়েস্ট ইন্ডিজও।

এই মুহূর্তে টাইগাররা আছে সিলেটে, তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে নেদারল্যান্ডসের বিপক্ষে। সিরিজ শেষেই উড়াল দেবে আরব আমিরাতে। সেখানে ৯ সেপ্টেম্বর থেকে শুর‍ু হবে এশিয়া কাপ মিশন।

মহাদেশীয় এই আসরের পর্দা নামনে ২৮ সেপ্টেম্বর। এরপর সেখানেই আফগানিস্তানের সাথে সিরিজ খেলবে বাংলাদেশ। সিরিজে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে দুই দল।

আগামী ২ অক্টোবর শুরু হবে টি টোয়েন্টি সিরিজ। পরের দুই ম্যাচ ৩ ও ৫ অক্টোবর অনুষ্ঠিত হবে। ওয়ানডে সিরিজ শুরু হবে ৮ অক্টোবর, বাকি দু’ম্যাচ গড়াবে ১১ ও ১৪ অক্টোবর।

আফগানিস্তান সিরিজ শেষ হবার আগেই প্রস্তুতি নিতে হবে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে আতিথ্য দিতে। সবকিছু ঠিক থাকলে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে ঢাকায় আসছে ক্যারিবীয়রা।

অক্টোবরের ১৫ তারিখ ক্যারিবিয়ান ক্রিকেটারদের বাংলাদেশে পা রাখার কথা রয়েছে। এরপর মাঠে গড়াবে দুই দলের সিরিজ। সাদা বলের সিরিজ দুটি শুরু হবে ১৮ অক্টোবর, শেষ হবে ১ নভেম্বর।

জানা গেছে, ওয়ানডে ফরম্যাট দিয়ে সিরিজ শুরু করবে দুই দল। তিনটি ওয়ানডের মাঝে প্রথম দু’টি অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। বাকি একটি ওয়ানডে চট্টগ্রামে।

চট্টগ্রামে একটি টি-টোয়েন্টি ম্যাচও গড়াবে। আর সিরিজেত সবশেষ দুই টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। তবে আনুষ্ঠানিক সূচি এখনো ঘোষণা হয়নি।