স্পিনার মুজিবুর রহমান ও পেস বোলিং অলরাউন্ডার আজমতুল্লাহ ওমারাজাইর নৈপুণ্যে জিম্বাবুয়ের বিপক্ষে জয় দিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করল আফগানিস্তান।
গতরাতে সিরিজের প্রথম ম্যাচে আফগানিস্তান ৫৩ রানে হারিয়েছে জিম্বাবুয়েকে। টি-টোয়েন্টিতে ১৯ বারের মোকাবেলায় জিম্বাবুয়ের বিপক্ষে ১৭তম জয়ের দেখা পেল আফগানরা।
হারেরেতে টস জিতে প্রথমে ব্যাট করতে নামা আফগানিস্তানকে ৪৭ বলে ৭৬ রানের শুরু এনে দেন রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান।
অষ্টম ওভারে প্রথম ব্যাটার হিসেবে জিম্বাবুয়ের অধিনায়ক ও স্পিনার সিকান্দার রাজার বলে আউট হন গুরবাজ। ৬টি চার ও ১টি ছক্কায় ২৫ বলে ৩৯ রান করেন তিনি।
টি-টোয়েন্টিতে ১১তম হাফ-সেঞ্চুরি তুলে এবং দলের রান ১০০ পার করে রাজার দ্বিতীয় শিকার হন জাদরান। ৬টি চার ও ১টি ছক্কায় ৩৩ বলে ৫২ রান করেন তিনি।
জাদরান ফেরার পর সেদিকুল্লাহ আতালের ২২ বলে ২৫ এবং ওমারজাইর ২১ বলে ২৭ রানের সুবাদে বড় সংগ্রহের পথ পায় আফগানিস্তান। শেষদিকে শহিদুল্লাহর ১৩ বলে ২২ রানের ক্যামিও ইনিংসের সুবাদে ২০ ওভারে ৬ উইকেটে ১৮০ রানের বড় সংগ্রহ পায় আফগানরা।
জিম্বাবুয়ের রাজা ২০ রানে ৩ উইকেট নেন।
১৮১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মুজিবুর ও ওমারাজাইর তোপের মুখে পড়ে ৩০ রানে ৫ উইকেট হারায় জিম্বাবুয়ে। এরমধ্যে ওমারজাই ৩টি ও মুজিবুর ২ উইকেট নেন।
এরপর জিম্বাবুয়ের মিডল ও লোয়ার অর্ডার ব্যাটার আফগানিস্তান বোলারদের সামনে লড়াই করার চেষ্টা করেছিলেন। কিন্তু কোনো ব্যাটার বড় ইনিংস খেলতে না পারায় হার এড়াতে পারেনি স্বাগতিকরা।
৬৮ রানে সপ্তম উইকেট পতনে ১ শ’র নিচে গুটিয়ে যাবার শঙ্কায় পড়েছিল জিম্বাবুয়ে। তবে অষ্টম উইকেটে ব্রাড ইভান্স ও টিনোটেন্ডা মাপোসার ৩০ বলে ৫৩ রানের জুটিতে বড় হারের লজ্জা থেকে রক্ষা পায় জিম্বাবুয়ে। শেষ পর্যন্ত ১৬.১ ওভারে ১২৭ রানে অলআউট হয় জিম্বাবুয়ে।
মাপোসা ১৫ বলে সর্বোচ্চ ৩২, ব্রায়ান বেনেট ও ইভান্স ২৪ রান করে করেন।
আফগানিস্তানের মুজিব ২০ রানে ৪টি ও ওমারজাই ২৯ রানে ৩ উইকেট নেন। ম্যাচসেরা হন ওমারজাই।
১-০ ব্যবধানে এগিয়ে শুক্রবার একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়ের মুখোমুখি হবে আফগানিস্তান।



