শেষ ম্যাচ পরিত্যক্ত, সিরিজ বাংলাদেশের

ছয় ম্যচের ওয়ানডে ৩-২ ব্যবধানে সিরিজ জিতে নেয় বাংলাদেশ অনুর্ধ্ব ১৯ দল।

নয়া দিগন্ত অনলাইন
সিরিজ জিতেছে বাংলাদেশ অনুর্ধ্ব ১৯ দল
সিরিজ জিতেছে বাংলাদেশ অনুর্ধ্ব ১৯ দল |সংগৃহীত

হার দিয়ে সিরিজ শুরু করলেও টানা তিন জয়ে সিরিজে এগিয়ে যায় বাংলাদেশ। তবে পঞ্চম ম্যাচে হেরে যাওয়ায় বাড়ে অপেক্ষা। আজ বৃহস্পতিবার (৮ মে) শেষ ম্যাচেই নিষ্পত্তি হতো সিরিজের।

বাংলাদেশ জিতে গেলে সিরিজ নিজেদের করে নিতো টাইগাররা, তবে হেরে গেলে লঙ্কানদের সাথে ভাগাভাগি কর‍তে হতো ট্রফিটা। তবে জয়-পরাজয় কিছুই ঘটেনি, বৃষ্টিতে পরিতক্ত হয়েছে খেলা।

ম্যাচটা পরিত্যক্ত হওয়ায় অবশ্য সিরিজ জয়ের আনন্দেই ভেসেছে জুনিয়র টাইগাররা। ছয় ম্যচের ওয়ানডে ৩-২ ব্যবধানে সিরিজ জিতে নেয় বাংলাদেশ অনুর্ধ্ব ১৯ দল।

বৃহস্পতিবার (৮ মে) কলম্বোয় শ্রীলঙ্কা অনূর্ধ্ব ১৯ দলের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় জুনিয়র টাইগাররা। বৃষ্টিতে খেলা বন্ধ হবার আগে ৩৯.১ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৮৮ রান তুলে জুনিয়র টাইগাররা।

দ্বিতীয় ওভারেই ইনফর্ম জাওয়াদ আবরারের উইকেট হারায় বাংলাদেশ। দলের রান তখন মাত্র ১। ৭ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি তিনি। তবে এ দিন রানের দেখা পান কালাম সিদ্দিকী।

আজিজুল হাকিম তামিমকে নিয়ে পরিস্থিতি সামাল দেন তিনি। ৪৫ বলে ৩১ রান করে আউট হন কালাম। তিনি ফিরলে রিজান হোসেনের সাথে জুটি গড়েন তামিম। হাঁটছিলেন শতকের পথে। তবে আক্ষেপ নিয়ে ফিরতে হয় তাকে।

বাংলাদেশের স্কোর তখন ৩৬.২ ওভারে ১৭৪, তখন ভেঙে যায় রিজানের সাথে তার ১০৮ রানের জুটি। ১১১ বলে ৯৪ রানে আউট হন বাংলাদেশ অধিনায়ক। এদিকে ফিফটির কাছে গিয়ে বৃষ্টির কাছে থামতে হয় রিজানকে।

৩৯.১ ওভারে খেলা চলাকালীন বৃষ্টি নামলে আর বল মাঠে গড়ায়নি। রিজান ৬৪ বলে ৪৮ রানে অপরাজিত থাকেন। ৯ বলে ৫ রানে ব্যাট করছিলেন আব্দুল্লাহ।কুগাথাস মাথুলান, হিমাল রবিহংস ও তারুসা নভোদয়া একটি করে উইকেট শিকার করেন।