বাংলাদেশের ‘শুভকামনা’ নিয়ে লঙ্কাবধ করতে নামবে হংকং

উল্লেখ্য যে আন্তর্জাতিক ক্রিকেটে আগে কখনোই মুখোমুখি হয়নি শ্রীলঙ্কা-হংকং। আজ প্রথমবারের মতো দেখা যাবে দুই দেশের ক্রিকেটীয় লড়াই।

নয়া দিগন্ত অনলাইন
বাংলাদেশের ‘শুভকামনা’ নিয়ে লঙ্কাবধ করতে নামবে হংকং
বাংলাদেশের ‘শুভকামনা’ নিয়ে লঙ্কাবধ করতে নামবে হংকং |সংগৃহীত

বাংলাদেশের ‘শুভকামনা’ নিয়ে আজ মাঠে নামছে হংকং। এশিয়া কাপে নিজেদের তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে তারা। দুবাইয়ে রাত সাড়ে ৮টায় খেলবে দুই দল।

টানা দুই ম্যাচ হেরে ইতোমধ্যেই শেষ চার থেকে ছিটকে যাওয়ার খুব কাছে হংকং। আফগানিস্তানের কাছে হেরে আসর শুরুর পর দ্বিতীয় ম্যাচে হেরেছে তারা টাইগারদের কাছেও।

শক্তিমত্তায় শ্রীলঙ্কার থেকে ঢের পিছিয়ে হংকং। বলা যায়- দুধের শিশু। লঙ্কানরা যেখানে এশিয়া কাপের ৬ বারের চ্যাম্পিয়ন, দুবার জিতেছে বিশ্বকাপ— সেখানে এশিয়া কাপে কোনো জয় নেই হংকংয়ের।

তবুও বাংলাদেশ আজ খুব করেই চাইবে শ্রীলঙ্কাকে হারিয়ে দিক হংকং। উপহার দিক কোনো অঘটন। অসম্ভবকে সম্ভব করে সহজ করে দিক বাংলাদেশের পথ।

মূলত শ্রীলঙ্কার কাছে বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে হেরে যাওয়ায় শেষ চারে ওঠা নিয়ে চাপে টাইগাররা। আজ হংকং শ্রীলঙ্কাকে হারাতে পারলে টাইগার শিবিরে স্বস্তি ফিরবে খানিকটা। সহজ হবে শেষ চারের সমীকরণ।

বিপরীতে হংকংয়ের বিপক্ষে জিতলেই সুপার ফোরে এক পা দিয়ে রাখবেন লঙ্কানরা। তখন বাংলাদেশকে ভাবতে হবে আফগানিস্তানকে নিয়ে। নিতে হবে ভিন্ন পরিকল্পনা।

উল্লেখ্য যে আন্তর্জাতিক ক্রিকেটে আগে কখনোই মুখোমুখি হয়নি শ্রীলঙ্কা-হংকং। আজ প্রথমবারের মতো দেখা যাবে দুই দেশের ক্রিকেটীয় লড়াই।