টসে জিতে এশিয়া কাপ শুরু বাংলাদেশের

গ্রুপ ‘বি’ র ম্যাচে বৃহস্পতিবার আবুধাবিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও হংকং। শক্তিশালী একাদশ নিয়েই মাঠে নেমেছে টাইগাররা। খেলা শুরু বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।

নয়া দিগন্ত অনলাইন
হংকংকে হারিয়ে এশিয়া কাপে শুভসূচনা করতে চায় লিটন দাসের দল
হংকংকে হারিয়ে এশিয়া কাপে শুভসূচনা করতে চায় লিটন দাসের দল |পুরনো ছবি

আমেজ আগেই ছুঁয়েছিল, এবার হলো আনুষ্ঠানিকতা। এশিয়া কাপ মিশন শুরু হলো বাংলাদেশের। প্রথম ম্যাচে মাঠে নেমেছে টাইগাররা, মুখোমুখি হয়েছে হংকংয়ের। যেখানে টসে জিতে আগে বল করবে বাংলাদেশ।

গ্রুপ ‘বি’ র ম্যাচে বৃহস্পতিবার আবুধাবিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও হংকং। শক্তিশালী একাদশ নিয়েই মাঠে নেমেছে টাইগাররা। খেলা শুরু বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।

আবুধাবিতে বাংলাদেশের রেকর্ড মোটেও ভালো নয়, দুইটি টি-টোয়েন্টি খেলে হেরেছে দুইটিতেই। আবার হংকংয়ের সাথেও পরিসংখ্যানে পিছিয়ে টাইগাররা, একটা টি-টোয়েন্টি খেলে হেরেছে সেটাতেও।

দুই দলের একমাত্র দেখাটা ছিল ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে। অর্থাৎ বাংলাদেশ ও হংকং মুখোমুখি হচ্ছে ১১ বছর পরে। সেই দলে খেলা মাত্র দুজন আছেন এই ম্যাচে। হংকং দলের বাবর হায়াত ও নিজাকাত খান।

তবে সেই দুঃসহ স্মৃতি ভুলতে চায় বাংলাদেশ। হংকংকে হারিয়ে এশিয়া কাপে শুভসূচনা করতে চায় লিটন দাসের দল। তা ছাড়া শেষ চারে যেতে হলে এই ম্যাচে বড় জয়ের বিকল্প নেই টাইগারদের সামনে।

বাংলাদেশ একাদশ
তানজিদ তামিম, পারভেজ ইমন, লিটন দাস (অধিনায়ক/উইকেটকিপার), তাওহীদ হৃদয়, জাকের আলী, শামীম হপাটওয়ারী, শেখ মেহেদী, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান, তানজিম সাকিব ও তাসকিন আহমেদ।