২ দিন বিরতির পর মাঠে গড়াল বিপিএল, খেলছেন তাসকিন-ওমরজাই

ঢাকা ক্যাপিটালস তাদের একাদশে দু’টি পরিবর্তন এনেছে। খেলবেন তাসকিন আহমেদ। তাকে জায়গা দিতে বাদ পড়েছেন আগের ম্যাচের সর্বোচ্চ স্কোরার আব্দুল্লাহ আল মামুন।

নয়া দিগন্ত অনলাইন
বিপিএল
বিপিএল |ইন্টারনেট

জাতীয় শোক উপলক্ষে দুই দিন বিরতির পর আবারো মাঠে গড়াচ্ছে বিপিএল। আবারো ফিরছে ক্রিকেটের আমেজ। ঘরের মাঠে আজ বৃহস্পতিবার সিলেট টাইটান্স মুখোমুখি হচ্ছে ঢাকা ক্যাপিটালসের।

নিজেদের তৃতীয় ম্যাচে দ্বিতীয় জয়ের খোঁজে আছে সিলেট। অন্যদিকে ঢাকা আছে দ্বিতীয় ম্যাচে টানা দ্বিতীয় জয়ের খুঁজে। গুরুত্বপূর্ণ এই ম্যাচে টস জিতে ফিল্ডিং বেছে নিয়েছেন ঢাকার অধিনায়ক মোহাম্মদ মিথুন।

ঢাকা ক্যাপিটালস তাদের একাদশে দু’টি পরিবর্তন এনেছে। খেলবেন তাসকিন আহমেদ। তাকে জায়গা দিতে বাদ পড়েছেন আগের ম্যাচের সর্বোচ্চ স্কোরার আব্দুল্লাহ আল মামুন।

অপরদিকে সিলেট তাদের একাদশে একটি পরিবর্তন এনেছে। খেলবেন আজমতউল্লাহ ওমরজাই। সালমান ইরশাদের জায়গায় খেলবেন তিনি। খেলা শুরু বেলা ১টায়।

ঢাকা ক্যাপিটালস : উসমান খান, সাইফ হাসান, জুবায়ের আকবরি, মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), নাসির হোসেন, সাব্বির রহমান, শামীম পাটোয়ারি, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ ও সালমান মির্জা।

সিলেট টাইটান্স : মেহেদী মিরাজ (অধিনায়ক), আফিফ হোসেন, সাইম আইয়ুব, ইথান ব্রুকস, পারভেজ ইমন, নাসুম আহমেদ, মোহাম্মদ আমির, রনি তালুকদার, খালেদ আহমেদ, জাকির হাসান ও আজমতউল্লাহ ওমরজাই।