বিপিএল

জমজমাট ম্যাচে সিলেটকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে চট্টগ্রাম

টসে হেরে আগে ব্যাট করে ৫ উইকেটে ১৯৮ রান তুলে চট্টগ্রাম রয়্যালস। জবাবে ১৯.৪ ওভার ব্যাট করে ১৮৪ রান তুলতে পারে সিলেট টাইটান্স। এই পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে শেখ মেহেদীর দল।

নয়া দিগন্ত অনলাইন
সিলেটকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে চট্টগ্রাম
সিলেটকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে চট্টগ্রাম |নয়া দিগন্ত

অনেক দিন পর বড় রানের ম্যাচ দেখলো বিপিএল। জমজমাট লড়াই উপহার দিলো চট্টগ্রাম ও সিলেট। যেখানে শেষ হাসি চট্টগ্রামের। আসরের সর্বোচ্চ রান তোলে ১৪ রানের জয় পেয়েছে বন্দরনগরীর দলটা।

সিলেটে বুধবার (৭ জানুয়ারি) টসে হেরে আগে ব্যাট করে ৫ উইকেটে ১৯৮ রান তুলে চট্টগ্রাম রয়্যালস। জবাবে ১৯.৪ ওভার ব্যাট করে ১৮৪ রান তুলতে পারে সিলেট টাইটান্স। এই পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে শেখ মেহেদীর দল।

রান তাড়ায় সিলেটে পারভেজ ইমন ব্যর্থ ছিলেন আজো। ওপেনিংয়ে নেমে ফেরেন ২ রান করে। তবে তৌফিক খান তুষার ও আফিফ হোসেন মিলে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। ১৯ বলে ২৩ রান করে আউট হন তুষার।

পাওয়ার প্লের শেষ বলে রনি তালুকদারের (৬) উইকেটও হারিয়ে বসে দলটা। থিতু হতে পারেননি মইন আলী (১৩) ও আজমতুল্লাহ ওমরজাই (১৮)। মাঝে ৩৩ বলে ৪৬ রান নিয়ে আউট হন আফিফ। ১৪.১ ওভার শেষে স্কোর দাড়ায় ১১৭/৬।

এরপর ইথান ব্রুকসের ১০ বলে ২০ ও মেহেদী মিরাজের ১৪ বলে ১৭ রানে দেড় শ’ পেরোয় স্কোর। এরপর জ্বলে ওঠেন খালেদ আহমেদ। ৩ ছক্কা আর ১ চারে ৯ বলে ২৫ রান করেন তিনি। তবে তা জয়ের জন্য যথেষ্ট হয়নি।

পাকিস্তানি পেসার আমির জামাল নেন ৪ উইকেট, শরিফুল ইসলাম ও তানভীর ইসলাম নেন দু’টি করে উইকেট।

এর আগে, দিনের দ্বিতীয় ম্যাচে ব্যাট করতে নেমে ৪ ওভারে ৩৫ রান তোলে বিদায় নেন নাইম শেখ (১৮)। তবে জমে উঠে দ্বিতীয় উইকেট জুটি। অ্যাডাম রসিংটনের সাথে ৩৮ বলে ৬০ রান যোগ করেন মাহমুদুল হাসান।

৩ চার ৪ ছক্কায় ২১ বলে ৪৪ করে আউট হন মাহমুদুল। তবে ফিফটি পাওয়া হয়নি রসিংটনেরও (৩৮ বলে ৪৯)।

দলকে ১৪.২ ওভারে ১২৭ রানে রেখে ফেরেন তিনি। পরের কাজটা করেন হাসান নাওয়াজ ও শেখ মেহেদী।

হাসান ২০ বলে ২৫ রানে আউট হলেও ঝড় তোলে মেহেদী অপরাজিত ১৩ বলে ৩৩ রান নিয়ে। ৮ বলে ১৩ রান করে আউট হন আসিফ আলি। সিলেটের হয়ে ৩ উইকেট নেন রুয়েল মিয়া।