এশিয়া কাপ

পাকিস্তানের দাবি প্রত্যাখ্যান আইসিসির, বয়কটের সিদ্ধান্ত বহাল

ম্যাচ শেষে, পাকিস্তানি টিম ম্যানেজার নাভিদ আকরাম চিমা টুর্নামেন্ট পরিচালক অ্যান্ড্রু রাসেলের কাছে এ বিষয়ে তার আপত্তিও প্রকাশ করেন। এর জবাবে অ্যান্ড্রু রাসেল বলেন, আমরা ভারতীয় বোর্ডের কাছ থেকে নির্দেশনা পেয়েছি এবং একটু পর তিনি বলেন যে, এগুলো আসলে ভারত সরকারের নির্দেশ।

নয়া দিগন্ত অনলাইন
ভারত-পাকিস্তানের ম্যাচ শেষ হলেও উত্তেজনা চলছেই
ভারত-পাকিস্তানের ম্যাচ শেষ হলেও উত্তেজনা চলছেই |সংগৃহীত

এশিয়া কাপে ভারতের বিপক্ষে অনুষ্ঠিত ম্যাচে পক্ষপাতিত্ব করার অভিযোগ এনে আইসিসির কাছে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে অপসারণের দাবি জানিয়েছিল পাকিস্তান। কিন্তু আইসিসি এই দাবি প্রত্যাখ্যান করায় ফের সংস্থাটি বরাবর চিঠি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

বুধবার (১৭ সেপ্টম্বর) জিও নিউজ জানিয়েছে, আইসিসি এই সিদ্ধান্ত জানানোর পর পাকিস্তান সেটিকে ‘সৌজন্যতা’ ও ‘আনুষ্ঠানিকতা’ আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেছে এবং একইসাথে দাবি করেছে- তদন্তের জন্য সব বিষয় নিরীক্ষা করেনি আইসিসি, আর এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের সাথে যোগাযোগও করা হয়নি।

এজন্য এখন পর্যন্ত এশিয়া কাপের বাকি ম্যাচগুলো না খেলার পাকিস্তানের যে পূর্বসিদ্ধান্ত, তাতে অটল রয়েছে দেশটি। পিসিবির একটি সূত্র জানিয়েছে, এমন পরিস্থিতিতে পাকিস্তান সকল আপত্তি দূর করার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছে এবং পিসিবি জানিয়েছে, সকল আপত্তি দূর হওয়ার পরে এবং দাবি মেনে নেয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেয়ার পরই কেবলমাত্র পাকিস্তান খেলতে রাজি হবে।

আর পূর্বঘোষণা অনুযায়ী- সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে পাকিস্তানের আজকের ম্যাচে ম্যাচ রেফারি থাকার কথা অ্যান্ডি পাইক্রফটের। তাই এখন পর্যন্ত পিসিবির সিদ্ধান্ত মতে- এই ম্যাচ দিয়েই এশিয়া কাপের বয়কট শুরু করতে পারে পাকিস্তান।

তবে, ভারতীয় পত্রিকাগুলো বলছে ভিন্ন কথা। হিন্দুস্তান টাইমস দাবি করেছে, এশিয়া কাপ বয়কটের হুমকি ভুলে রাতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান। সংবাদমাধ্যমটি জানিয়েছে, আইসিসির সাথে একটি মধ্যস্থতায় পৌঁছেছে পিসিবি।

হিন্দুস্তান টাইমসের দাবি- পাকিস্তান-সংযুক্ত আরব আমিরাতের ম্যাচে বদলে ফেলা হয়েছে পূর্বনির্ধারিত ম্যাচ রেফারিকে। এই ম্যাচে অ্যান্ডি পাইক্রফটের বদলে দায়িত্ব পালন করবেন রিচি রিচার্ডসন। সুতরাং পাকিস্তানের জন্য খেলতে আর বাধা রইল না। তবে, চলমান এই নাটকীয়তা কোথায় গিয়ে দাঁড়ায়, সেটার শেষ দেখতে অপেক্ষা করতে হবে আরো কয়েক ঘণ্টা!

এর আগে, ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের বিরুদ্ধে ক্রিকেটের স্পিরিট ও চেতনার পরিপন্থী পদক্ষেপের অভিযোগ আনে পাকিস্তান। দেশটির দাবি ছিল- রোববারের ম্যাচে টসের আগে, অ্যান্ডি পাইক্রফট পাকিস্তান ও ভারত- দুই দলের অধিনায়ককে করমর্দন করতে নিষেধ করেন।

শুধু তাই নয়; এরও আগে, ম্যাচ রেফারি পাইক্রফট পাকিস্তানের মিডিয়া ম্যানেজারকে হাত না মেলানোর দৃশ্য রেকর্ড করতেও নিষেধ করে দেন বলে জানায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ওই সময় এর তীব্র সমালোচনা করেন পাকিস্তানের টিম ম্যানেজার নাভিদ আকরাম চিমা।

ম্যাচ শেষে, পাকিস্তানি টিম ম্যানেজার নাভিদ আকরাম চিমা টুর্নামেন্ট পরিচালক অ্যান্ড্রু রাসেলের কাছে এ বিষয়ে তার আপত্তিও প্রকাশ করেন। এর জবাবে অ্যান্ড্রু রাসেল বলেন, আমরা ভারতীয় বোর্ডের কাছ থেকে নির্দেশনা পেয়েছি এবং একটু পর তিনি বলেন যে, এগুলো আসলে ভারত সরকারের নির্দেশ।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে ম্যাচ রেফারি কর্তৃক আইসিসির আচরণবিধি লঙ্ঘনের কারণে একটি আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করে পাকিস্তান এবং দেশটির ক্রিকেট বোর্ড পিসিবি এশিয়া কাপ থেকে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে অবিলম্বে অপসারণের দাবি জানায়।

সূত্র : ডেইলি জংগ ও জিও নিউজ