টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে ৪ পরিবর্তন

টানা চার সিরিজ জেতা বাংলাদেশ ছিল রেকর্ড গড়ার দ্বারপ্রান্তে। তবে সব হিসাব বদলে যায় ব্যাটারদের ব্যর্থতায়। আজ মান বাঁচানোর লড়াইয়ে তাই বাড়তি দায়িত্ব নিতে হবে লিটন-সাইফদের।

নয়া দিগন্ত অনলাইন
টসে জিতে ব্যাট করছে বাংলাদেশ
টসে জিতে ব্যাট করছে বাংলাদেশ |সংগৃহীত

তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে শুক্রবার ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। চট্টগ্রামে সন্ধ্যা ৬টায় শুরু হয়েছে দুই দলের লড়াই। যেখানে টসে জিতে আগে ব্যাট করছে টাইগাররা।

প্রথম দুই ম্যাচ হেরে ইতোমধ্যে সিরিজ হয়েছে হাতছাড়া। টাইগাররা মাঠে নেমেছে আজ হোয়াইটওয়াশ এড়াতে। অথচ সিরিজ শুরুর আগে কেউ ভাবেনি টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশের শঙ্কায় পড়তে হবে দলকে।

টানা চার সিরিজ জেতা বাংলাদেশ ছিল রেকর্ড গড়ার দ্বারপ্রান্তে। তবে সব হিসাব বদলে যায় ব্যাটারদের ব্যর্থতায়। আজ মান বাঁচানোর লড়াইয়ে তাই বাড়তি দায়িত্ব নিতে হবে লিটন-সাইফদের।

এদিকে একাদশেও এসেছে পরিবর্তন। চার পরিবর্তন নিয়ে খেলছে টাইগাররা। বাদ পড়েছেন আগের ম্যাচে খেলা তানজিম সাকিব, শামিম পাটোয়ারী, তাওহীদ হৃদয় ও মোস্তাফিজুর রহমান। পাশাপাশি একাদশে তিনটি পরিবর্তন এনেছে ওয়েস্ট ইন্ডিজও।

বাংলাদেশ একাদশ: সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, লিটন দাস, পারভেজ হোসাইন ইমন, নুরুল হাসান, জাকের আলি, মাহেদী হাসান, রিশাদ হোসাইন, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ ও শরিফুল ইসলাম।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ব্র্যান্ডন কিং, অ্যালিক আতানাজে, আকিম অগাস্ট, রোস্টন চেজ (অধিনায়ক), আমির জানগু (উইকেটকিপার), রোভম্যান পাওয়েল, জেসন হোল্ডার, রোমারিও শেফার্ড, গুদাকেশ মোতি, আকিল হোসেইন ও খারি পিয়েরে।