ডিসেম্বরে ত্রিদেশীয় সিরিজ খেলতে পাকিস্তানকে প্রস্তাব দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।
বুধবার (১২ নভেম্বর) পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ এই দাবি করেছে।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, পাকিস্তানি ক্রিকেটারদের ওয়ার্কলোডের ওপর নজর রেখে পিসিবি এই সিদ্ধান্ত নিয়েছে।
পিসিবির একটি সূত্রে জিও নিউজ আরো জানায়, পাকিস্তান দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় শাহিন শাহ আফ্রিদি, বাবর আজমসহ বেশ কয়েকজন ক্রিকেটার ডিসেম্বরে বিগব্যাশ লিগ খেলতে যাবেন- আগে থেকেই থেকেই পিসিবি থেকে এই ছাড়পত্র নিয়ে রেখেছেন। এজন্য পিসিবির পক্ষে বিসিবির প্রস্তাব রাখা সম্ভব হয়নি।
আলোচিত ত্রিদেশীয় সিরিজের অন্য দলটি ছিল শ্রীলঙ্কা বলে জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যমটি।
সূত্র : জিও নিউজ



