লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা থেকে দৈনিক নয়া দিগন্তের সংবাদদাতা এনামুল আহসান রুবেল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।
এর আগে তিনি রামগঞ্জ উপজেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি এবং লক্ষ্মীপুর জেলা ক্রীড়া সংস্থার কমিটির সদস্য নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেছেন। খেলাধুলার প্রসার, তরুণ প্রজন্মকে মাঠমুখী করা এবং স্থানীয় ক্রিকেট উন্নয়নে তার অবদান ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।
বিসিবির কাউন্সিলর হিসেবে নির্বাচিত হওয়ায় রামগঞ্জ ও লক্ষ্মীপুরের ক্রীড়ামোদী মানুষের মাঝে আনন্দের সঞ্চার হয়েছে।
বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের নেতারা তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।