এজবাস্টনে তৃতীয় দিনেও চালকের আসনে ভারত

তৃতীয় দিনশেষেও তাদের নিয়ন্ত্রণেই এজবাস্টন টেস্ট। প্রথম ইনিংসে পাওয়া ১৮০ রানের লিড বেড়ে দাঁড়িয়েছে ২৪৪ রানে।

নয়া দিগন্ত অনলাইন
রানের পাহাড় গড়ে তৃতীয় দিন শেষ করেছে ভারত
রানের পাহাড় গড়ে তৃতীয় দিন শেষ করেছে ভারত |ইন্টারনেট

শুভমান গিলের দ্বি-শতকের বিপরীতে জোড়া শতক হাঁকালেন হ্যারি ব্রুক ও জেমি স্মিথ। তাতে ইংলিশরা লড়াই করলো বটে, তবে দূর করতে পারেনি লিডের পাহাড়। তৃতীয় দিনশেষেও এজবাস্টনে এগিয়ে ভারত।

দ্বিতীয় দিনেই বিশাল পুঁজি নিয়ে চালকের আসনে বসে যায় ভারত। শুক্রবার তৃতীয় দিনশেষেও তাদের নিয়ন্ত্রণেই এজবাস্টন টেস্ট। প্রথম ইনিংসে পাওয়া ১৮০ রানের লিড বেড়ে দাঁড়িয়েছে ২৪৪ রানে।

এজবাস্টনে প্রথম ইনিংসে ৫৮৭ রান করে ভারত। জবাবে ব্যাট করতে নেমে আজ ইংলিশরা নিজেদের প্রথম ইনিংস শেষ করে ৪০৭ রান। এরপর দ্বিতীয় ইনিংস শুরু করে ভারত দিন শেষ করেছে ১ উইকেটে ৬৪ রান নিয়ে।

দ্বিতীয় দিনের শেষ বেলায় ২৫ রানেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়েছিল ইংল্যান্ড। দিন শেষ মরে ৩ উইকেটে ৭৭ রান নিয়ে। তবে তৃতীয় দিনের শুরুতেই আরো ২ উইকেট হারায় তারা। স্কোর তখন ৮৪/৫!

জো রুট দিনের শুরুতেই আউট হয়ে যান। গতদিনের ১৯ রানের সাথে আজ যোগ করেন কেবল ৩ রান, ২২ রানেই শেষ হয় ইনিংস। এরপর বেন স্টোকস ফেরে গোল্ডেন ডাক নিয়ে, প্রথম বলেই সিরাজের শিকার তিনি।

এই যখন অবস্থা, তখন ভীষণ চাপে পড়ে যায় ইংলিশরা, দেখা দেয় ফলোঅনের শঙ্কাও। তবে এই দূরবস্থা থেকে দলকে উদ্ধার করেন ব্রুক ও জেমি স্মিথ। দু’জনেই করেছেন সেঞ্চুরি।

স্মিথ টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি করে অপরাজিত ছিলেন ২০৭ বলে ১৮৪ রানে। আর ২৩৪ বলে ১৫৮ রান করে আউট হোন ব্রুক। দু’জনের জুটিতে ততক্ষণে যোগ হয় ৩০৩ রান।

যা ষষ্ঠ উইকেটে ইংল্যান্ডের দ্বিতীয় সর্বোচ্চ রানের জুটি। আর ভারতের বিপক্ষে যেকোনো উইকেটে এটি ইংল্যান্ডের তৃতীয় সর্বোচ্চ রানের জুটি।

এদিকে ব্রুক আউট হওয়ার পর আবার দ্রুত উইকেট হারাতে থাকে ইংল্যান্ড। শেষ ৪ উইকেটের পতন হয় মাত্র ১২ রানে। ফলে সঙ্গীর অভাবে আর ডাবল সেঞ্চুরি ছোঁয়া হয়নি জেমি স্মিথের।

ভারতের হয়ে একাই ৭০ রানের বিনিময়ে ৬ উইকেট নেন মোহাম্মদ সিরাজ। আর আকাশ দীপ নেন ৮৮ রানের বিনিময়ে চার উইকেট। ৪০০ পেরোতেই গুটিয়ে যায় ইংল্যান্ড।

১৮০ রানের বড় লিড নিয়ে ব্যাট করতে নামা ভারত দ্বিতীয় ইনিংসে উদ্বোধনী জুটিতে পায় ৫১ রান। ২২ বলে ২৮ রান করে ফেরেন যশস্বী জয়সাওয়াল। তবে ২৮ রান নিয়ে উইকেটে আছেন লোকেশ রাহুল। সাথে আছেন করুণ নায়ার (৭*)।