অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ক্রিকেটে ১২তম আসরের ফাইনালে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। আগামী ২১ ডিসেম্বর দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে অনুষ্ঠিত হবে ফাইনাল।
শুক্রবার (১৯ ডিসেম্বর) টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারত ৮ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কাকে। দুবাইয়ে সেভেনস স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তান ৮ উইকেটে হারায় বাংলাদেশকে।
বৃষ্টির কারণে দুবাইয়ে আইসিসি একাডেমি মাঠে অনুষ্ঠিত ভারত ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচটি ২০ ওভারে নির্ধারিত হয়।
টস হেরে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেটে ১৩৮ রান করে শ্রীলঙ্কা। দলের হয়ে সর্বোচ্চ ৪২ রান করেন চামিকা হিনাতিগালা।
ভারতের হেনিল প্যাটেল ও কনিষ্ক চৌহান ২টি করে উইকেট নেন।
জবাবে ১৮ ওভারে ২ উইকেটে ১৩৯ রান তুলে জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত। ভিয়ান মালহোত্রা সর্বোচ্চ ৬১ ও অ্যারন জিওর্জি ৫৮ রান করে অপরাজিত থাকেন।
সূত্র : বাসস



