শিরোপা জেতায় খেলোয়াড়দের ২১ কোটি টাকার পুরস্কার দেবে ভারত

মোটা অঙ্কের টাকা পাচ্ছে বাংলাদেশও। তৃতীয় স্থানে থাকা বাংলাদেশ পাচ্ছে প্রায় ৬০ লাখ টাকা। আর চতুর্থ হওয়া শ্রীলঙ্কার ঝুলিতে যাবে প্রায় ৪০ লাখ টাকা।

নয়া দিগন্ত অনলাইন
শিরোপা জেতায় খেলোয়াড়দের ২১ কোটি রুপির পুরস্কার দেবে ভারত
শিরোপা জেতায় খেলোয়াড়দের ২১ কোটি রুপির পুরস্কার দেবে ভারত |ক্রিকইনফো থেকে নেয়া ছবি

নানা ঘটনা আর নাটকীয়তার মধ্য দিয়ে শেষ হয়েছে এশিয়া কাপ। জমজমাট লড়াই হলেও যেখানে শেষ হাসি ভারতের। রেকর্ড নবমবার শিরোপা জিতেছে তারা। যদিও ম্যাচ শেষে ট্রফি এখনো গ্রহণ করেনি ভারত।

রোববার রাতে ইতিহাস গড়া ফাইনালে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারত। শিরোপা নির্ধারণী ম্যাচে টসে হেরে আগে ব্যাট করে ১৯.১ ওভারে ১৪৬ রান করে পাকিস্তান। যা ভারত পেরিয়ে যায় ১৯.৪ ওভারে।

চ্যাম্পিয়ন হলেও নিজেদের নবম শিরোপা এখনো গ্রহণ করেনি ভারত। রাজনৈতিক দ্বন্দ্বের কারণে পুরস্কার বিতরণী মঞ্চেও আসেনি ভারত দল, আয়োজন বয়কট করে তারা। যা ক্রিকেট ইতিহাসেরই এক কালো অধ্যায়।

তবে এশিয়া কাপ জিতে আনন্দের জোয়ারে ভাসছেন সূর্য কুমার যাদবরা। সেই আনন্দ আরো বাড়িয়ে দিয়েছে বিসিসিআইয়ের মোটা অংকের পুরস্কার। ২১ কোটি রুপি পুরস্কারের ঘোষণা দিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড।

অন্যদিকে যদিও এখনো পুরস্কার গ্রহণ করেনি ভারত, তবে চ্যাম্পিয়ন হওয়ায় এসিসি থেকে এই টাকার মাত্র ৭ ভাগের ১ ভাগের থেকেও কম টাকা পাবেন সূর্য কুমার যাদবরা। চ্যাম্পিয়ন হিসেবে প্রায় ২.৬ কোটি রুপি পাবে ভারত।

যদিও আরো কিছু পুরস্কার পাবে ভারত। তবে এই পুরস্কারগুলো ব্যক্তিগত। টুর্নামেন্টে ১৭ উইকেট নেয়া কুলদীপ যাদব জেতেন মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারের পুরস্কার। পান ১৫ হাজার ডলার বা প্রায় ১৩ লাখ টাকা মূল্যের চেক।

এদিকে টুর্নামেন্টে ৩১৪ ওপর রান করা অভিষেক শর্মা হয়েছেন প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট। তিনিও পেয়েছেন ১৫ হাজার ডলারের চেক। সাথে পেয়েছেন একটি এসইউভি গাড়ি।

আবার ফাইনালের সেরা খেলোয়াড় হয়েছেন তিলক ভার্মা। তিনি পেয়েছেন ৫ হাজার ডলারের চেক বা প্রায় ৪ লাখ রুপি। আর এদিকে ফাইনালে গেম চেঞ্জার অফ দ্য ম্যাচ পুরস্কার উঠেছে শিবম দুবের হাতে।

অন্যদিকে রানার্সআপ দল হিসেবে পাকিস্তান দলকে দেয়া হয়েছে ৭৫ হাজার ডলারের চেক বা ভারতীয় মুদ্রায় যার মূল্য প্রায় ৬৬ লাখ টাকা। যদিও প্রাইজমানি নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি এসিসি।

মোটা অঙ্কের টাকা পাচ্ছে বাংলাদেশও। তৃতীয় স্থানে থাকা বাংলাদেশ পাচ্ছে প্রায় ৬০ লাখ টাকা। আর চতুর্থ হওয়া শ্রীলঙ্কার ঝুলিতে যাবে প্রায় ৪০ লাখ টাকা।