তাওহীদ হৃদয়ের হাজার রানের মাইলফলক

৫০তম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ফিফটি করে বাংলাদেশকে জেতানোর পাশাপাশি তাওহীদ হৃদয় আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন।

নয়া দিগন্ত অনলাইন
তাওহীদ হৃদয়
তাওহীদ হৃদয় |সংগৃহীত

বাংলাদেশের জার্সিতে গতরাতে মাঠে নামা মাত্রই দারুণ এক কীর্তি গড়েন তাওহীদ হৃদয়। শ্রীলঙ্কার বিপক্ষে দুবাইয়ে এই ম্যাচটা ছিল তার ৫০তম টি-টোয়েন্টি। উপলক্ষটা বেশ রাঙিয়েছেন হৃদয়।

তাওহীদ হৃদয়কে বলা হচ্ছিল দেশের ক্রিকেটের আগামীর সম্ভাবনা। সেই সম্ভাবনার প্রস্ফুটিত হতেও শুরু করেছিল। তবে নানা কারণে বেশ কিছুদিন ধরে হৃদয়ের মাঝে যেন ‘হৃদয়’ ছিল না।

খারাপ সময়ে বাঁধা পড়েন হৃদয়। আটকে যান ব্যর্থতার বৃত্তে। রান পাচ্ছিলেন না বলার মতো, রান করলেও ভরছিল না মন। মেলাতে পারছিলেন না বল ও রানের সমীকরণ। সব মিলিয়ে ছিলেন ভীষণ চাপে।

প্রায় এক বছর আর ১৫ ইনিংস ধরে তার ব্যাটে ছিল না কোনো ফিফটি। এমনকি তাকে একাদশ থেকে বসিয়ে দেয়ার দাবিও উঠে সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে সবকিছুর জবাব শনিবার রাতে দেন হৃদয়।

দলের প্রয়োজনে জ্বলে ওঠেন। শুরুটা দেখেশুনে হলেও এরপর শুরু করেন তাণ্ডব। ফিফটি দিয়েই করেন ফিফটি উদযাপন। মাত্র ৩০ বলে পৌঁছান পঞ্চাশে। শেষ পর্যন্ত আউট হন ৩৭ বলে ৫৮ করে।

তার এই রানে ভর করে সুপার ফোরের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়েছে বাংলাদেশ। ১ বল বাকি থাকতে ৪ উইকেটের জয় তুলে নেয় টাইগাররা।

এদিকে দলকে জেতানোর পথে দেশের অষ্টম ব্যাটসম্যান হিসেবে পেরিয়েছেন হাজার রানের মাইলফলক। সব মিলিয়ে তার রান এখন ৪৫ ইনিংসে প্রায় ২৮ গড় আর ১২৫ স্ট্রাইকরেটে ১৬৩।