বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন শেষ হয়েছে এখনো ২৪ ঘণ্টা পার হয়নি। এর মাঝেই পরিবর্তন এসেছে পরিচালক তালিকায়। এনএসসি মনোনীত প্রার্থী তালিকায় এসেছে বদল।
সোমবার ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচন। যেখানে ভোটের মাধ্যমে নির্বাচিত হন ২৩ জন প্রার্থী। বাকি দুই সদস্যকে মনোনয়ন দেয় জাতীয় ক্রীড়া পরিষদ।
জাতীয় ক্রীড়া পরিষদ থেকে নির্বাচিত দু'জন পরিচালকের একজন ছিলেন ইশফাক আহসান। যিনি ছিলেন কেন্দ্রীয় যুবলীগ নেতা। ২০২৪ সালের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নও চেয়েছিলেন তিনি।
বিষয়টি প্রকাশ্যে আসতেই শুরু হয় সমালোচনার ঝড়। তীব্র প্রতিক্রিয়া দেখাতে শুরু করে ক্রিকেটপ্রেমীরা। এমতাবস্থায় জনরোষে পরে সিদ্ধান্ত বদলায় এনএসসি। রাতেই প্রত্যাহার করে ইশফাকের মনোনয়ন।
এরপর আজ নতুন করে রুবাবা দৌলাকে পরিচালক হিসেবে মনোনয়ন দিয়েছে এনএসসি। রুবাবা দৌলা বর্তমানে ওরাকল বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ডিরেক্টরের দায়িত্বে আছেন।
এর আগে তিনি গ্রামীণফোন ও এয়ারটেলের মতো টেলিকম খাতের প্রতিষ্ঠানে সিইও পদে কর্মরত ছিলেন।২০০৯-২০১৫ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতির দায়িত্বও পালন করেছেন।
পাশাপাশি তিনি বাংলাদেশ স্পেশাল অলিম্পিকসের বোর্ড সদস্য হিসেবেও কাজ করেছেন। বিসিবিতে যোগদানের পর নারী বিভাগের দায়িত্ব নিতে পারেন রুবাবা।