বিএফএ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে বিদ্যুৎ বয়েজ ক্লাব। শুক্রবার বিকেলে বগুড়া সদরের এরুলিয়া হাইখোলা বালুর মাঠে বগুড়া ফুটবল একাডেমির আয়োজনে বিএফএ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা বেলুন ও ফেস্টুন উড়িয়ে উদ্বোধন করেন আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন।
ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল খান। বিশেষ অতিথি ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য ইসরাফিল খসরু।
খেলার প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে যায় বিদ্যুৎ বয়েজ ক্লাব। খেলার পুরোটা সময় আর কোনো গোলের দেখা পায়নি দুই দল। খেলা শেষে চ্যাম্পিয়ন দলের অধিনায়কের হাতে ট্রফি ও প্রাইজমানি তুলে দেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল খান।
এ সময় তিনি বলেন, বগুড়ায় ক্রিকেট একাডেমি হলে মুশফিকুর রহিম, তৌহিদ হৃদয়ের মতো প্লেয়ার বাংলাদেশ ন্যাশনাল টিমকে প্রেজেন্ট করতে পারে। প্রিয় বগুড়ার ক্রিকেট মাঠে আমি খেলেছি।
তিনি বলেন, বাংলাদেশের সবচেয়ে ভালো ব্যাটিংউইকেট বগুড়া। আশা করবো- ভবিষ্যতে ইনশাআল্লাহ এখানে ইন্টারন্যাশনাল ক্রিকেট আগের মতো আবার ফিরবে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া ফুটবল একাডেমির সভাপতি মো: শহিদুল ইসলাম শহিদ।



