গতকয়েক বছর সেই একই দল দেখতে দেখতে বিরক্ত কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) সমর্থকদের একাংশ। মাঝে দুয়েকটি বদল হলেও মূল দল ছিল অভিন্ন। এবার সেই দৃশ্য বদলেছে। নিলামে চমক দেখিয়েছে কেকেআর।
ফলে মাঠেও দেখা যাবে সেই চমক। আগামী আইপিএলে কেকেআরের প্রথম একাদশে দেখা যাবে বেশ কয়েকটি নতুন মুখ।
আগামী বছর ২৬ মার্চ থেকে আইপিএল শুরু হওয়ার কথা রয়েছে। ২০২৪ সালে কেকেআর চ্যাম্পিয়ন হলেও ২০২৫ সালে খারাপ খেলেছে দল। ফলে এবারের নিলামের আগে অর্ধেক ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে দলটি। নিলামে শূন্যস্থান ভরাট করেছেন কলকাতার নতুন কোচ অভিষেক নায়ার।
আগামী আইপিএলে কেকেআরের প্রথম একাদশ কেমন হতে পারে তার একটি সম্ভাব্য একাদশ তৈরি করেছে ভারতীয় একটি পত্রিকা। যেখানে জায়গা পেয়েছেন বাংলাদেশের মোস্তাফিজুর রহমানও।
কেকেআরের সম্ভাব্য একাদশ
সুনীল নারাইন, অজিঙ্ক রাহানে, ক্যামেরন গ্রিন, অঙ্গকৃশ রঘুবংশী, রিঙ্কু সিংহ, রমনদীপ সিংহ, তেজস্বী সিংহ, অনুকূল রায়, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী ও মোস্তাফিজুর রহমান। মাথিশা পাথিরানা (ইমপ্যাক্ট প্লেয়ার)



