ত্রিদেশীয় সিরিজ

রাতে মুখোমুখি হবে আমিরাত-আফগানিস্তান

ত্রিদেশীয় সিরিজে তিনটি দলই একে অপরের বিরুদ্ধে দুটি করে ম্যাচ খেলবে। সিরিজের শেষ ম্যাচটি ৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।

নয়া দিগন্ত অনলাইন
রাতে মুখোমুখি হবে আমিরাত-আফগানিস্তান
রাতে মুখোমুখি হবে আমিরাত-আফগানিস্তান |ক্রিকইনফো থেকে নেয়া ছবি

পাকিস্তান, আফগানিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার ত্রিদেশীয় টি-২০ সিরিজ শুরু হয়েছে। সিরিজের তৃতীয় ম্যাচে আজ মুখোমুখি হবে আফগানিস্তান ও সংযুক্ত আরব আমিরাত।

আজ সোমবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ৯টায় মুখোমুখি হবে দুই দল।

এরই মধ্যে আফগানিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের সাথে জয় লাভ করে পাকিস্তান সিরিজে নিজের অবস্থান শক্ত করে ফেলেছে।

অপরদিকে, আফগানিস্তান ও সংযুক্ত আরব আমিরাত উভয়েই পাকিস্তানের সাথে হেরে যাওয়ায় আজকের ম্যাচটি তাদের জন্য সমান গুরুত্বপূর্ণ।

ত্রিদেশীয় সিরিজে তিনটি দলই একে অপরের বিরুদ্ধে দুটি করে ম্যাচ খেলবে। সিরিজের শেষ ম্যাচটি ৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।

আফগানিস্তান দল : রশিদ খান (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, সেদিকুল্লাহ আতাল, ডারউইশ রাসুলি, আজমতউল্লাহ ওমারজাই, করিম জানাত, মোহাম্মদ নবি, গুলবাদিন নাইব, শরফুদ্দিন আশরাফ, মোহাম্মদ ইশহাক, মুজিব উর রহমান, মোহাম্মদ গাজানফার, নুর আহমাদ, ফরিদ আহমাদ, আব্দুল্লাহ আহমাদজাই ও ফজলহক ফারুকি।

সংযুক্ত আরব আমিরাত দল : মোহাম্মদ ওয়াসিম (অধিনায়ক), আলিশান শারাফু, আরিয়ানশ শর্মা (উইকেটরক্ষক), আসিফ খান, ধ্রুব পারাশর, ইথান ডি’সুজা, হায়দার আলী, হার্শিত কৌশিক, জুনায়েদ সিদ্দিকি, মুহাম্মদ ফারুক, মুহাম্মদ জাওয়াদুল্লাহ, মুহাম্মদ জোয়াইব, রাহুল চোপড়া (উইকেটরক্ষক), রোহিদ খান ও সাগির খান।

পাকিস্তান দল : সালমান আলি আগা (অধিনায়ক), সাইম আইয়ুব, ফখর জামান, সাহিব জাদা ফারহান, হাসান নাওয়াজ, সালমান মির্জা, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নাওয়াজ, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ, হাসান আলী, হোসেন তালাত, সুফিয়ান মুকিম, আবরার আহমেদ, খুশদিল শাহ, ফাহিম আশরাফ, মোহাম্মদ ওয়াসিম।