আইপিএল থেকে বিতর্কিতভাবে বাদ পড়েছেন মোস্তাফিজুর রহমান। আর এই সুযোগ লুফে নিতে দেরি করেনি পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। তাকে পিএসএলের ড্রাফটে যোগ করেছে পিসিবি।
দিন দুয়েক আগে নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে পিএসএল কর্তৃপক্ষ। পিএসএলের অফিশিয়াল ফেসবুক পেইজে ফিজকে স্বাগত জানিয়ে লেখা হয়—
‘ব্যাটাররা সাবধান—নতুন এক অধ্যায় শুরু করতে যাচ্ছেন ফিজ। পিএসএলের ১১তম আসরে যোগ দিচ্ছেন মোস্তাফিজ।’
এদিকে পাকিস্তানের সংবাদমাধ্যম ডেইলি পাকিস্তান জানিয়েছে, পিএসএলের আসন্ন আসরের জন্য মোস্তাফিজসহ নাম নিবন্ধন করেছেন বাংলাদেশের আরো ১০ ক্রিকেটার।
সেই তালিকায় আছেন অলরাউন্ডার সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, তাসকিন আহমেদ, রিশাদ হোসেন ও তানজিদ হাসান তামিম। তবে বাকিদের নাম প্রকাশিত হয়নি।
আগামী ২৬ মার্চ শুরু হবে পিএসএলের ১১তম আসর। একই দিনে মাঠে গড়াবে আইপিএলও। এদিকে এবারের পিএসএলে বেড়েছে দল সংখ্যা। খেলবে মোট ৮ দল। তার আগে হবে প্লেয়ার্স ড্রাফট।
আগামী ২০ জানুয়ারি পর্যন্ত পিএসএলের জন্য নাম নিবন্ধন করতে পারবেন ক্রিকেটাররা। তবে পিএসএলের ড্রাফট হবে কবে তা এখনো জানা যায়নি।
গত পিএসএলে বাংলাদেশ থেকে খেলেছিলেন সাকিব আল হাসান, লিটন কুমার দাস, রিশাদ হোসেন, নাহিদ রানা ও মেহেদী হাসান মিরাজ। এবারের আসরেও দল পেতে পারেন বাংলাদেশের একাধিক ক্রিকেটার।
২০১৮ সালে সবশেষ পিএসএলে খেলেছিলেন মোস্তাফিজ। সেবার লাহোর কালান্দার্সের হয়ে ৫ ম্যাচে ৪ উইকেট শিকার করেছিলেন কাটার মাস্টার খ্যাত এ পেসার। দেখা যাক এবার কোন দলের জার্সিতে খেলেন তিনি।



