ফাইনালে ওঠার লড়াইয়ে চ্যালেঞ্জিং পুঁজি পেয়েছে রাজশাহী। মাঠে নেমে প্রথম ম্যাচেই দারুণ ব্যাটিং উপহার দিয়েছেন কিউই তারকা কেন উইলিয়ামসন। দলের হয়ে ৩৮ বলে সর্বোচ্চ ৪৫ রানের ইনিংস খেলেছেন তিনি।
বুধবার মিরপুরে দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হয়েছে সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্স।
যেখানে টসে হেরে আগে ব্যাট করে ৯ উইকেটে ১৬৫ রান করে নাজমুল হোসেন শান্তর দল।
শুরুটা অবশ্য ভালোই পেয়েছিল রাজশাহী। তানজিদ তামিম ও সাহিবজাদা ফারহান মিলে পাওয়ার প্লেতে যোগ করেন ৬১ রান। মাঝে ফারহান ২১ বলে ২৬ রান করে আউট হন।
অন্যদিকে তামিম ভালো ব্যাট করলেও ইনিংস বড় হয়নি। ৪ ছক্কা ১ চারে ১৫ বলে ৩২ রানে শেষ হয় তার ইনিংস। এরপর অবশ্য দ্রুত বেশ কয়েকটি উইকেট হারায় রাজশাহী। শান্ত ১০, মুশফিক ও মেহরাব ফেরেন ০ রানে।
তবে ততক্ষণে দলের হাল ধরেন কেন উইলিয়ামসন। তার সাথে যোগ দেন আরেক কিউই তারকা জিমি নিশাম। দুজনে মিলে গড়েন ৫০ বলে ৭৭ রানের জুটি। নিশাম ২৬ বলে ৪৪ রানে আউট হলেও উইলিয়ামসন অপরাজিত থাকেন।
সালমান ইরশাদ ৩, নাসুম আহমেদ ও মেহেদী মিরাজ নেন দুটো করে উইকেট নেন।



