ঢাকার হয়ে বিপিএল খেলবেন সাইফ হাসান

শুক্রবার (৭ নভেম্বর) সকালে জানা গিয়েছিল তারকা পেসার তাসকিন আহমেদকে দলে ভিড়িয়েছে রাজধানীর দলটি। সন্ধ্যা হতেই এলো গরম খবর, সরাসরি চুক্তিতে বিধ্বংসী ব্যাটার সাইফ হাসানকেও দলে টেনেছে তারা।

নয়া দিগন্ত অনলাইন
সাইফ হাসান
সাইফ হাসান |সংগৃহীত

উত্তাপ ছড়াতে শুরু করেছে বিপিএল। প্লেয়ার্স ড্রাফটের আগেই তারকা ক্রিকেটারদের টানতে উঠে পড়ে লেগেছে দলগুলো। যেখানে চমক দেখাচ্ছে ঢাকা ক্যাপিটালস। সময়ের সেরা দুই তারকাকে দলে নিয়েছে তারা।

শুক্রবার (৭ নভেম্বর) সকালে জানা গিয়েছিল তারকা পেসার তাসকিন আহমেদকে দলে ভিড়িয়েছে রাজধানীর দলটি। সন্ধ্যা হতেই এলো গরম খবর, সরাসরি চুক্তিতে বিধ্বংসী ব্যাটার সাইফ হাসানকেও দলে টেনেছে তারা।

যদিও গত মৌসুম খুব একটা ভালো যায়নি সাইফের। গতবার বিপিএল খেলেছিলেন রংপুর রাইডার্সের জার্সিতে, ১৩ ম্যাচে ১১৯.০৬ স্ট্রাইকরেটে করেছিলেন ৩০৬ রান।

তবে টি-টোয়েন্টিতে এই মুহূর্তে তিনিই দেশের সবচেয়ে বড় তারকা তিনি। দেশের জার্সিতে টি-টোয়েন্টিতে ১২ ইনিসে ৩৪৪ রান তিনি করেছেন ১৩১.৮০ স্ট্রাইকরেটে। যেখানে তিনি ছক্কাই হাঁকিয়েছেন ২৭টি।

চলতি বছর দেশের হয়ে তৃতীয় সর্বোচ্চ ছক্কা মেরেছেন, সেটাও আবার বাকিদের চেয়ে প্রায় অর্ধেক ম্যাচ কম খেলে। সর্বোচ্চ ৩৮টি ছক্কা মারতে তানজিদ তামিমের লেগেছে ২৪ ইনিংস, ২৯ ছক্কা মারতে ২০ ইনিংস লেগেছে পারভেজ ইমনের।

উল্লেখ্য, আগামী ১৯ ডিসেম্বর শুরু হবে এবারের বিপিএল, শেষ হবে ৬ জানুয়ারি। পাঁচ দলের এই আসরকে সামনে রেখে ১৭ নভেম্বর গড়াবে প্লেয়ার্স ড্রাফট। এর আগেই অবশ্য ক্রিকেটার ভেড়াতে শুরু করেছে দলগুলো।

বিপিএল কর্তৃপক্ষ সরাসরি সাইনিংয়ে তিনজনকে নেয়ার নিয়ম বেঁধে দিয়েছে। ঢাকা ইতোমধ্যে দু’জনকে ভেড়ানোয় সামনে আরো একটি সুযোগ আছে তাদের।