ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে বল হাতে দেখাই মিলছে না সাকিব আল হাসানের। সাবেক বিশ্বসেরা এই অলরাউন্ডারকে ব্যবহারই করছে না অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস। মোটে এক ওভার করে বল পাচ্ছেন তিনি!
প্রথম দুই ম্যাচে এক ওভার করে হাত ঘুরানোর পর তৃতীয় ম্যাচে মাঠেই নামতে পারেননি বৃষ্টির কারণে। তবে চতুর্থ ম্যাচে খেলতে নেমে সেই পুরনো রূপেই সাকিব, আবারো মাত্র এক ওভার পেলেন বল হাতে।
তবে সেই ওভারেই বাজিমাত করার চেষ্টা করেছেন সাকিব। ১৩তম ওভারে বল হাতে মাত্র ২ রানের বিনিময়ে ১টি উইকেট নেন, ফেরান ড্যারেন ব্রাভোকে। তবুও এরপর আর বোলিং মেলেনি সাকিবের।
এর ফলে স্বীকৃত টি-টোয়েন্টিতে ৪৯৯ উইকেট হলো সাকিবের। আর একটি উইকেট পেলে বিশ্বের প্রথম বাঁহাতি বোলার হিসেবে ৫০০ উইকেটের মাইলফলক ছুঁয়ে ফেলবেন সাকিব।
সব মিলিয়ে পাঁচ শ’ বা পাঁচ শতাধিক উইকেট আছে মাত্র চারজনের। রশিদ খানের ৬৫৮, ডিজে ব্রাভোর ৬৩১, সুনিল নারিনের ৫৯০ ও ৫৪৯ উইকেট নিয়ে চারে ইমরান তাহির।
বল হাতে সুযোগ না পেলেও ব্যাট হাতে ভালোই সুযোগ পাচ্ছেন সাকিব। তবে সুযোগ কাজে লাগাতে ব্যর্থ তিনি। ত্রিনবাগোর বিপক্ষে পাঁচ নম্বরে নামেন সাকিব। তবে ১৩ বল খেলে ৭ রানের বেশি করতে পারেননি।
তবে ফাবিয়ান অ্যালেন মাত্র ২০ বলে ৪৫ ও ইমাদ ওয়াসিম ২৭ বলে ৩৯ রানের অপরাজিত ইনিংস খেললে লড়াইয়ের পুঁজি পায় অ্যান্টিগা। আগে ব্যাট করে ৬ উইকেটে ১৬৭ রান করে তারা।
জবাবে ৬ উইকেটে ১৫৯ রানে থামে ত্রিনবাগোর ইনিংস। অ্যান্টিগার ৮ রানের জয়ে বাঁহাতি পেসার ম্যাকয় পেয়েছেন ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার। ৪ ওভারে ৩৯ রান দিয়ে নেন ৪ উইকেট।
রুদ্ধশ্বাস জয়ে ৪ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের সবার ওপরে এখন সাকিবরা। দুইয়ে থাকা সেন্ট লুসিয়া কিংসের পয়েন্ট ৩।