জাতীয় দলে ফিরছেন মোহাম্মদ আশরাফুল। প্রায় এক যুগ পর জাতীয় দলের দরজা খুলতে যাচ্ছে তার জন্য। তবে ক্রিকেটার নয়, পরিচয় বদলে কোচ হিসেবে ফিরতে পারেন তিনি। বিসিবি থেকে পেয়েছেন প্রস্তাব।
২০১৩ সালে জাতীয় দলে শেষবার খেলেছিলেন আশরাফুল। এরপর তাকে যেতে হয়েছে অনেক কিছুর মধ্য দিয়ে। নানা চড়াই-উতরাই পেরিয়ে আশরাফুল এখন পুরোদস্তর কোচ। কোচিং করাচ্ছেন বিভিন্ন পর্যায়ে।
তবে এবার জাতীয় দলের দরজাও খুলে যাচ্ছে তার জন্য। জাতীয় দলের সাবেক এই অধিনায়ককে কোচ হওয়ার প্রস্তাব দিয়েছে বিসিবি। তবে কোন ভূমিকায় কাজ করবেন সেটা এখনো নিশ্চিত নয়।
বিষয়টি নিশ্চিত করেছেন আশরাফুল নিজেই। বিষয়টি যে এখনো আলোচনার পর্যায়ে তা জানিয়ে তিনি বলেন, ’বোর্ড থেকে অ্যাপ্রোচ করা হয়েছে তাদের সাথে আলোচনা হচ্ছে। সবকিছুই আলোচনার পর্যায়ে রয়েছে।’
‘আমি বাংলাদেশ জাতীয় দলের কোচ হিসেবে কাজ করার জন্য ইতিবাচক মাইন্ডসেটে আছি। যদি দায়িত্ব পাই তাহলে তো আলহামদুলিল্লাহ। ব্যাটিং কোচ নাকি অন্য কোনো ভূমিকায় সেটা এখনো নিশ্চিত না।’
যদিও আশরাফুল নিশ্চিত নয়, তবে আপাতদৃষ্টিতে ব্যাটিং কোচের শূন্যস্থান পূরনই হতে পারে লক্ষ্য। লম্বা সময় ধরেই বিশেষজ্ঞ ব্যাটিং কোচ ছাড়া খেলছে বাংলাদেশ। যার প্রভাব পড়তে শুরু করেছে মাঠে।
এ বছর খেলা ১০ ওয়ানডেতে কেবল একবারই পুরো ৫০ ওভার খেলতে পেরেছে টাইগাররা। আর শেষ ২১ ম্যাচের ১৫ টিতেই করতে পারেনি আড়াই শ’ রান। ফলে বিশেষজ্ঞ ব্যাটিং কোচের প্রয়োজনীয়তা অনুভব করছে ক্রিকেট বোর্ড।
দেশের বাইরের কয়েকজনের সাথেও আলোচনা চালিয়ে যাচ্ছে বিসিবি। শোনা যাচ্ছে অস্ট্রেলিয়ান একজনের সাথে আলোচনা এগিয়েছেও অনেকখানি। তবে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল দেশে না ফেরা পর্যন্ত বলা যাচ্ছে না কোনো কিছুই।