অবসরের ঘোষণা দিয়েছেন ভারত জাতীয় দলের হয়ে খেলা জম্মু-কাশ্মিরের প্রথম খেলোয়াড় পারভেজ রাসুল।
সোমবার (২০ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে ক্রিকেটকে বিদায় বলেন ৩৬ বছর বয়সী এই অলরাউন্ডার। ‘স্পোর্টস্টার’ ওয়েবসাইটে নিজের অবসরের কথা জানিয়েছেন তিনি।
পারভেজ রাসুল ১৭ বছর প্রথম শ্রেণীর ক্রিকেট খেলে ৫৬৪৮ রান এবং ৩৫২টি উইকেট নেয়ার পর ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন। ইতোমধ্যেই ভারতীয় বোর্ডকে সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন তিনি।
ভারতের হয়ে মাত্র দু’টি ম্যাচ খেলেছেন পারভেজ রাসুল। একটি ওয়ানডে ম্যাচ এবং একটি টি-টোয়েন্টি ম্যাচ। ২০১৪ সালে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ম্যাচটি খেলেছিলেন কাশ্মিরি ক্রিকেটার। ওই ম্যাচে ১০ ওভার বল করে ৬০ রানে ২ উইকেট নিয়েছিলেন। সেই ম্যাচে ভারতের অধিনায়ক ছিলেন সুরেশ রায়না। টি-টোয়েন্টিতে পারভেজ রাসুল একমাত্র ম্যাচটি খেলেন বিরাট কোহলির অধীনে। ২০১৭ সালে ইংল্যান্ডের বিপক্ষে কানপুরে। সেই ম্যাচে আট নম্বরে ব্যাট করতে নেমে ৬ বলে ৫ রান করেছিলেন। বল হাতে চার ওভারে ৩২ রান দিয়ে ইয়ন মরগানের উইকেট নিয়েছিলেন।
আইপিএলে পারভেজ রাসুল খেলেছিলেন ১১টি ম্যাচ। পুনে ওয়ারিয়র্স ইন্ডিয়া ছাড়াও সানরাইজার্স হায়দরাবাদ এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়েও খেলেছেন। ১১টি ম্যাচে মাত্র ৪ উইকেট নিয়েছেন এবং ১৭ রান করেছেন।
তবে ঘরোয়া ক্রিকেটে পারভেজ রাসুলের পরিসংখ্যান খারাপ নয়। ৯৫টি ম্যাচে ৩৫২টি উইকেট রয়েছে তার। ১৬৪টি লিস্ট এ (ঘরোয়া একদিনের ক্রিকেট) ম্যাচ খেলে ৩৯৮২ রান এবং ২২১টি উইকেট রয়েছে। ঘরোয়া টি-টোয়েন্টিতে ৭১টি ম্যাচ খেলে ৮৪০ রান এবং ৬০ উইকেট নিয়েছেন।
পারভেজ রাসুল জানিয়েছেন, ইতোমধ্যেই তিনি বোর্ডের লেভেল ২ কোচিং পরীক্ষায় পাস করেছেন। আগামী দিনে পুরোপুরি কোচিংয়ে মনোনিবেশ করার ইচ্ছা রয়েছে তার।



