শাস্তির কবলে দক্ষিণ আফ্রিকা

অপরাধ স্বীকার করে ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথের দেয়া শাস্তি মেনে নেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক তেম্বা বাভুমা। এজন্য আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

নয়া দিগন্ত অনলাইন
ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে দক্ষিণ আফ্রিকা
ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে দক্ষিণ আফ্রিকা |ক্রিকইনফো থেকে নেয়া ছবি

ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মন্থর গতির বোলিংয়ের দায়ে জরিমানার কবলে পড়েছে সফরকারী দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল।

গত রোববার সাউদাম্পটনে অনুষ্ঠিত সিরিজের তৃতীয় ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে এক ওভার কম বোলিং করায় ম্যাচ ফি’র পাঁচ শতাংশ জরিমানা করা হয়েছে দক্ষিণ আফ্রিকা দলকে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) পক্ষ থেকে এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।

বিবৃতিতে সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, আইসিসির আচরণবিধির ২.২২ ধারা ভঙ্গ করা হয়েছে। যেখানে নির্ধারিত সময়ের মধ্যে ইনিংস শেষ করতে না পারলে প্রতি ওভারের জন্য ফিল্ডিং দলকে ম্যাচ ফি’র পাঁচ শতাংশ জরিমানা করা হয়।

অপরাধ স্বীকার করে ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথের দেয়া শাস্তি মেনে নেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক তেম্বা বাভুমা। এজন্য আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

ম্যাচে ইংল্যান্ডের ৪১৪ রানের জবাবে মাত্র ৭২ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। এতে ৩৪২ রানে জয় পায় ইংল্যান্ড। যা ওয়ানডে ইতিহাসে রান বিবেচনায় সবচেয়ে বড় জয়।

শেষ ম্যাচে বাজেভাবে হারলেও ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে দক্ষিণ আফ্রিকা।