বিপিএলে ফিরছে নিলাম, সরাসরি চুক্তিতে খেলবেন ৪ জন

নিলামে বিক্রি হওয়া ক্রিকেটারদের চুক্তির সময় ২৫ শতাংশ বেতন দিতে হবে। এরপর খেলা চলাকালীন ৫০ শতাংশ। বাকি ২৫ শতাংশ টুর্নামেন্ট শেষ হওয়ার ২৫ দিনের মাঝে পরিশোধ করতে হবে।

নয়া দিগন্ত অনলাইন

বিপিএল নিয়ে গুঞ্জনের শেষ নেই ক্রিকেটপাড়ায়। প্লেয়ার্স ড্রাফট না নিলাম, সরাসরি চুক্তিতে খেলবেন কতজন; আছে আরো নানা প্রশ্ন। তবে সে সবের ইতি টেনেছে বিসিবি। মিলেছে সেসব প্রশ্নের জবাব।

দীর্ঘ ১২ বছর পর আবারো পুরনো প্রথায় ফিরছে বিপিএল। বাংলাদেশ প্রিমিয়ার লিগের এবারের আসরে দল সাজানো হবে নিলাম পদ্ধতিতে। বাতিল হচ্ছে বিগত কিছু আসর ধরে চলা প্লেয়ার্স ড্রাফট পদ্ধতি।

বিপিএলের এবারের আসরের নিলাম অনুষ্ঠিত হবে আগামী ২১ নভেম্বর। গভর্নিং কাউন্সিল ইতোমধ্যে দেশীয় খেলোয়াড়দের জন্য নিলামের নিয়ম-কানুন নির্ধারণ করেছে। ছয়টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে তাদের।

‘এ’ ক্যাটাগরিতে বেস প্রাইস ধরা হয়েছে ৫০ লাখ টাকা, যেখানে প্রতিটি দল একজন করে খেলোয়াড় নিতে পারবে। ‘বি’ ক্যাটাগরির বেস প্রাইস ৩৫ লাখ টাকা, এই ক্যাটাগরি থেকে নিতে হবে দুইজন।

‘সি’ ক্যাটাগরিতে ২২ লাখ টাকা, ‘ডি’ ক্যাটাগরিতে ১৮ লাখ, ‘ই’ ক্যাটাগরিতে ১৪ লাখ, ‘এফ’ ক্যাটাগরিতে ১১ লাখ টাকা বেস প্রাইজ ধরা হয়েছে। এখানে প্রতি ডাকে মূল্য বাড়বে ৫ লাখ টাকা করে।

সি ও ডি ক্যাটাগরি থেকে তিনজন করে ও ই ও এফ ক্যাটাগরি থেকে দুইজন ক্রিকেটার দলে নিতে হবে। সব মিলিয়ে প্রতিটি দল সর্বোচ্চ ১৬ জন ও সর্বনিম্ন ১৩ জন স্থানীয় খেলোয়াড় দলে ভেড়াতে পারবে।

স্থানীয় খেলোয়াড়দের জন্য বাজেট নির্ধারিত হয়েছে প্রায় ৪ কোটি ৫০ লাখ টাকা। এর বাইরে প্রতিটি দল নিলামের আগে সরাসরি চুক্তিতে দুইজন দেশী ক্রিকেটার দলে নিতে পারবে।

সেই সাথে দুজন বিদেশী ক্রিকেটারকেও নিলামের আগে দলে নিতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো। তবে এসব সাইনিংয়ের ক্ষেত্রে বিপিএল গভর্নিং কাউন্সিলের অনুমোদন প্রয়োজন হবে।

আর বিদেশী ক্রিকেটারদের মাঝে অবশ্যই দুইজনকে নিলাম থেকে নিতে হবে। বিদেশী খেলোয়াড়দের জন্য দল প্রতি সর্বোচ্চ দলীয় বাজেট নির্ধারণ করা হয়েছে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার।

এর মাঝেই সরাসরি চুক্তি করা খেলোয়াড়দের দামও অন্তর্ভুক্ত থাকবে। নিলামে বিদেশীদের সর্বোচ্চ ভিত্তিমূল্য ৩৫ হাজার ডলার। এখানে প্রতি ডাকে মূল্য বাড়বে ৫ হাজার ডলার। থাকবে ৫টি ক্যাটাগরি।

নিলামে বিক্রি হওয়া ক্রিকেটারদের চুক্তির সময় ২৫ শতাংশ বেতন দিতে হবে। এরপর খেলা চলাকালীন ৫০ শতাংশ। বাকি ২৫ শতাংশ টুর্নামেন্ট শেষ হওয়ার ২৫ দিনের মাঝে পরিশোধ করতে হবে।