পাকিস্তান সফরে সময়টা ভালো যাচ্ছিল না শ্রীলঙ্কার। খারাপ সময়টা দীর্ঘ হয় জিম্বাবুয়ের সাথে প্রথম দেখায় হেরে, হারে পাকিস্তানের সাথেও। তবে এবার হারের বৃত্ত ভেঙে বেরিয়ে এলো লঙ্কানরা, পেল প্রথম জয়ের দেখা।
ত্রিদেশীয় সিরিজে মঙ্গলবার জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারায় শ্রীলঙ্কা। রাওয়ালপিন্ডিতে প্রথমে ব্যাট করে ১৪৬ রান করে সিকান্দার রাজার দল। জবাবে ১৬.২ ওভারে ১ উইকেট হারিয়ে জয় বন্দরে পৌঁছে লঙ্কানরা।
এদিন লক্ষ্য তাড়ায় নেমে দলকে উড়ন্ত সূচনা এনে দেন পাথুম নিশানকা ও কামিল মিশ্রা। উদ্বোধনী জুটিতেই আসে ৫৯ রান। মিশরা ১২ রানে আউট হলেও বড় ইনিংস খেলেন নিশানকা, সম্ভাবনা ছিলো সেঞ্চুরিরও।
কুশল মেন্ডিসকে (২৫*) নিয়ে প্রথমে ৩৭ বলে করেন ক্যারিয়ারের ১৯তম হাফ সেঞ্চুরি, এরপর আরো আগ্রাসী হয়ে খেলতে থাকেন নিশানকা। শেষ পর্যন্ত ৫৮ বলে ৯৮ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন তিনি।
এই ইনিংস খেলার পথে নিশানকা বনে যান আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার সর্বোচ্চ রান সংগ্রাহক। তার রান ২ হাজার ৩২৬। পেরিয়ে যান কুশল পেরেরার ২ হাজার ৩০৫ রানের গণ্ডি।
এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ে ২০ ওভারে ৫ উইকেটে ১৪৬ রান তোলে। ব্রায়ান বেনেট করেন ৩৪, সিকান্দার রাজা ও রায়ান বার্ল দু’জনেই করেন সমান ৩৭ রান।
এদিকে এই জয়ের পরেও স্বস্তিতে নেই শ্রীলঙ্কা। ৩ ম্যাচে ১ জয়ে ২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে তিন নম্বরে তারা। আর ৪ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে দুইয়ে জিম্বাবুয়ে। ৩ ম্যাচে ৩ জয় নিয়ে ৬ পয়েন্টসহ শীর্ষে স্বাগতিক পাকিস্তান।
অর্থাৎ ফাইনালে যেতে হলে বৃহস্পতিবার পাকিস্তানের বিপক্ষে জিততেই হবে লঙ্কানদের। হারলেও কম হতে হবে ব্যবধান।



