মধ্যরাতে বিসিবি সভাপতির দেশ ছাড়ার গুঞ্জন!

সঙ্কটময় পরিস্থিতির মধ্যে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের মধ্যরাতে অস্ট্রেলিয়া যাওয়ার গুঞ্জন উঠেছে, যদিও আগে তিনি তা অস্বীকার করেছিলেন। তার আকস্মিক দেশত্যাগের খবর ঘিরে বিসিবিতে নতুন করে ধোঁয়াশা তৈরি হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল |সংগৃহীত

কঠিন সময় চলছে দেশের ক্রিকেটে। মাঠ ও মাঠের বাহিরে নানা সমস্যায় জর্জরিত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর মাঝে সবাইকে ধূম্রজালে ফেলে চুপিসারে দেশ ছাড়ার গুঞ্জন উঠেছে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের।

একদিকে বাংলাদেশ দলের খেলা হচ্ছে না আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে, অন্যদিকে ফিক্সিংয়ের অভিযোগ উঠেছে বিসিবির এক পরিচালককে নিয়ে, প্রভাবশালী আরো এক পরিচালক করেছেন পদত্যাগ।

এছাড়া মাত্র সপ্তাহ খানেক আগে ক্রিকেটারদের দাবির মুখে অব্যাহতি পাওয়া অন্য এক পরিচালক ফিরে পেয়েছেন পুরনো দায়িত্ব। পরপর এমন নানা ঘটনায় যখন উত্তপ্ত বিসিবি, তখন হঠাৎ আলোচনায় বিসিবি সভাপতির দেশ ছাড়ার খবর।

দেশের একটি ইংরেজি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী রোববার মধ্য রাতে অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন আমিনুল ইসলাম বুলবুল, সেখানে পরিবারের সাথে সময় কাটাবেন তিনি।

অবশ্য এদিন সন্ধ্যায় বুলবুল প্রথমে প্রকাশ্যে দেশ ছাড়ার বিষয়ে অস্বীকৃতি জানিয়ে দৃঢ়ভাবে দাবি করেন, তিনি বিসিবির কাজেই ব্যস্ত আছেন এবং শিগগিরই দেশ ছাড়ছেন না।

এই বক্তব্যের মাধ্যমে পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করলেও কয়েক ঘণ্টা পরই তার দেশত্যাগের খবরে বড় ধোঁয়াশা সৃষ্টি করেছে।

উল্লেখ্য যে, বিসিবিতে যোগদানের আগে বুলবিল আইসিসির গেম ডেভেলপমেন্ট অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন। সেই সুবাদে দীর্ঘদিন অস্ট্রেলিয়া থেকে কাজ করেছেন। তার স্ত্রীও পেশাগত কারণে অস্ট্রেলিয়াতেই স্থায়ীভাবে বসবাস করছেন।