ভারতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে পাত্তাই পায়নি দক্ষিণ আফ্রিকা। কটকেতে পেয়েছে নিজেদের ইতিহাসের সর্বনিম্ন রানে গুটিয়ে যাওয়ার লজ্জা। স্বাগতিকদের কাছে হার ১০১ রানে।
তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মঙ্গলবার টসে হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেট ১৭৫ রান তোলে ভারত। রান তাড়ায় লজ্জার রেকর্ড গড়ে ১২.৩ ওভারেই ৭৪ রানে অলআউট দক্ষিণ আফ্রিকা।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রোটিয়াদের যা দলীয় সর্বনিম্ন সংগ্রহ। আগের সর্বনিম্নও ভারতের বিপক্ষেই। ২০২২ সালে রাজকোটে রান তাড়ায় ৮৭ রানে অলআউট হয়েছিল দক্ষিণ আফ্রিকা।
চোট কাটিয়ে দলে ফেরা শুভমান গিল ওপেনিংয়ে নেমে সুবিধা করতে পারেননি (৪)। ১২ রান করে ফিরেন অধিনায়ক সূর্যকুমার যাদবও। অভিষেক শর্মা (১৭) ও তিলক ভার্মারা (২৬) ইনিংস বড় করতে পারেননি।
১৪ ওভারে ১০৪ রানে ৫ উইকেট হারায় ভারত। তবে সেখান থেকে দলকে বড় রানের দিকে টানেন দীর্ঘদিন পর জাতীয় দলে ফেএয়া হার্দিক পান্ডিয়া। ২৮ বলে ৫৯ রানে অপরাজিত ছিলেন এই পেস অলরাউন্ডার।
তাতেই ১৭৬ রানের লড়াকু স্কোর পায় ভারত। তিনি ছাড়া অক্ষর প্যাটেল (২৩) কেবল বলার মতো স্কোর। বাকিরা কেবল হার্দিক শোয়ের দর্শক হয়ে ছিলেন।
চ্যালেঞ্জিং পুঁজি গড়ার পর বল হাতে দক্ষিণ আফ্রিকাকে দাঁড়াতেই দেননি ভারতীয় বোলাররা। শুরুতেই আর্শদীপ সিং ও যশপ্রীত বুমরার তোপে পড়ে প্রোটিয়ারা। দ্বিতীয় বলেই কুইন্টন ডি ককের (৯) বিদায়ে যার শুরু।
তৃতীয় ওভারে ফিরে যান ট্রিস্টান স্টাবস (১৪)। আর দলীয় ৪০ রানে পড়ে তৃতীয় উইকেট। ১৪ রান করে আউট হন এইডেন মার্করাম। এরপর তাসের ঘরের মতো ভেঙে পড়ে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইনআপ। ২৯ রানে শেষ ৭ উইকেট হারায় তারা।
প্রোটিয়াদের হয়ে সর্বোচ্চ ২২ রান করেন ডেওয়াল্ড ব্রেভিস। ভারতের হয়ে আর্শদীপ সিং, বুমরা, বরুণ চক্রবর্তী ও অক্ষর প্যাটেল নেন ২টি করে উইকেট।
জোড়া উইকেট নেয়ার পথে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০০তম উইকেট পেয়ে যান বুমরা। পঞ্চম ক্রিকেটার হিসেবে এই কীর্তি গড়েছে তিনি। ৮১তম ম্যাচে ছুঁয়েছেন এই রেকর্ড।
বৃহস্পতিবার সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে দু’দল। এই ম্যাচ হবে চণ্ডীগড়ে।



