দেখেশুনে শুরু করেছিল ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ৮ ওভারে বাংলাদেশকে কোনো সুযোগ দেননি অ্যালিক আথানেজ ও ব্র্যান্ডন কিং। টসে জিতে ব্যাট করতে নেমে বিনা উইকেটে তারা তুলে নেন ৫৮ রান।
পাওয়ার প্লেতে অবশ্য খুব বেশি রান আসেনি, মাত্র ৩৫ রান নিতে পারে ক্যারিবীয়রা। তবে এরপর হাত খুলে খেলতে শুরু করেন আথানেজ ও কিং। তবে ভয়ংকর হয়ে ওঠার আগেই তাদের জুটি ভাঙেন রিশাদ হোসেন।
বাংলাদেশকে প্রথম উইকেট এনে দেন আথানেজকে বোল্ড করে। ২৭ বলে ৩৪ করে আউট হন আথানেজ। তবে ব্রেন্ডন কিং এখনো অপরাজিত আছেন ২৫ বলে ২৩ রানে। প্রথম ১০ ওভার শেষে ক্যারিবীয়দের স্কোর ৭০/১।
উল্লেখ্য, তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে সোমবার চট্টগ্রামে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। টসে জিতে আগে ব্যাট করছে ক্যারিবীয়রা।



