রেকর্ড রান তাড়া করে বিশ্বকাপের ফাইনালে ভারত

মুম্বাইয়ে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) নারী বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে জেমিমার অপরাজিত সেঞ্চুরিতে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়েছে ভারত। ৩৩৯ রানের লক্ষ্য তাড়ায় ৪৮.৩ ওভারে জয় পায় স্বাগতিকেরা।

নয়া দিগন্ত অনলাইন
ফাইনালে ভারত
ফাইনালে ভারত |সংগৃহীত

রেকর্ড শিরোপাজয়ীদের ছিটকে দিয়ে নারী বিশ্বকাপের ফাইনালে ভারত। ঘরের মাঠে বিশ্বকাপ জয় থেকে আর মাত্র একধাপ দূরে জেমিমা-স্মৃতিরা। অস্ট্রেলিয়ার রান পাহাড় টপকেই স্বাগতিকেরা বাঁচিয়ে রেখেছে শিরোপার আশা।

মুম্বাইয়ে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) নারী বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে জেমিমার অপরাজিত সেঞ্চুরিতে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়েছে ভারত। ৩৩৯ রানের লক্ষ্য তাড়ায় ৪৮.৩ ওভারে জয় পায় স্বাগতিকেরা।

নারী ক্রিকেটে এটিই কোনো দলের সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড। ঐতিহাসিক এই জয়ে ১৩৪ বলে ১২৭ রানের অনবদ্য ইনিংস খেলেন জেমিমা রদ্রিগেজ। এছাড়া ৮৮ বলে ৮৯ রান করেন অধিনায়ক হারমানপ্রিত কৌর।

এর আগে, ব্যাটিংয়ে নেমে ২৫ রানে প্রথম উইকেট হারায় অস্ট্রেলিয়া। এরপর তিনে নামা অ্যালিসা পেরিকে সাথে নিয়ে ১৫৫ রানের পার্টনারশিপ গড়েন ফোবি লিচফিল্ড। দলের হয়ে সর্বোচ্চ ১১৯ রান করেন ফোবি লিচফিল্ড।

এছাড়া ৮৮ বলে ছয়টি চার আর দু’টি ছক্কার সাহায্যে ৭৭ রান করেন অ্যালিসা পেরি। আর শেষ দিকে ৪৫ বলে চারটি ৪ ও চার ছক্কার সাহায্যে ৬৩ রানের টর্নেডো ইনিংস খেলে দলকে অনন্য উচ্চতায় নিয়ে যান অ্যাশলে গার্ডনার।

এই তিন তারকার ব্যাটিং তাণ্ডবে ৪৯.৫ ওভারে ৩৩৮ রানের পাহাড় গড়ে অলআউট হয় অস্ট্রেলিয়া। ভারতের হয়ে দীপ্তি শর্মা ও শ্রী চারানি দু’টি করে উইকেট শিকার করেন।

নারী ক্রিকেটে এতো রান তাড়া অবিশ্বাস্য ছিল। ফলস জিততে হলে রেকর্ড গড়তে হতো। চ্যালেঞ্জটা নিয়ে নেয় ভারত। যদিও শুরুটা ভালো হয়নি, দলীয় ১৩ রানেই ওপেনার শেফালি ভার্মাকে (১০) হারায় ভারত।

২৪ রান নিয়ে ফেরেন স্মৃতি মান্ধানাও। দলের রান তখন ৯.২ ওভারে ৫৯/২। তবে ভারতকে লড়াইয়ে রাখেন জেমিমা রদ্রিগেজ ও হারমানপ্রীত। দু’জনে মিলে তৃতীয় উইকেট জুটিতে তোলেন ১৬৭ রান।

৮৮ বলে হারমানপ্রীত ৮৯ রান করে আউট হয়ে গেলেও দলকে জিতিয়েই মাঠ ছাড়েন জেমিমা। শেষের দিকে দিপ্তি (২৪), রিচা ঘোষ (২৬) ও আমানজোত (১৫*) সঙ্গ দেয় জেমিমাকে। তাতে ৯ বল হাতে রেখেই নিশ্চিত হয় জয়।

বিশ্বকাপের ফাইনাল আগামী রোববার, নাবি মুম্বাইয়েই। যেখানে প্রথম সেমিফাইনালে জিতে বসে আছে দক্ষিণ আফ্রিকা।