সর্বোচ্চ উইকেট শিকারিকে ছাড়াই বিশ্বকাপ দল ঘোষণা পাকিস্তানের

বিশ্বকাপে নিজেদের সব ম্যাচ শ্রীলঙ্কায় খেলবে পাকিস্তান। ‘এ’ গ্রুপে ভারত, নামিবিয়া, নেদারল্যান্ডস এবং যুক্তরাষ্ট্রের সঙ্গী তারা। আগামী ৭ ফেব্রুয়ারি কলম্বোয় নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে পাকিস্তান।

নয়া দিগন্ত অনলাইন
পাকিস্তান দল
পাকিস্তান দল |ফাইল ছবি

অভিজ্ঞ পেসার হারিস রউফকে ছাড়াই আগামী মাসে ভারত ও শ্রীলঙ্কার মাটিতে যৌথভাবে আয়োজিত টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য আজ ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

অস্ট্রেলিয়ায় চলমান ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগে এখন পর্যন্ত ১১ ম্যাচ খেলে ২০ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় শীর্ষে রয়েছেন রউফ। কিন্তু শ্রীলঙ্কার কন্ডিশন বিবেচনায় রউফকে বিশ্বকাপ দলে ফিট মনে করেন না পাকিস্তানের নির্বাচক আকিব জাভেদ।

এক সংবাদ সম্মেলনে জাভেদ বলেন, ‘পাকিস্তানের হয়ে অনেক ক্রিকেট খেলেছেন রউফ। কিন্তু দল নির্বাচনের সময় শ্রীলঙ্কার পরিস্থিতি গুরুত্ব দেয়া হয়েছে।’

৯৪ ম্যাচে ১৩৩ উইকেট নিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে পাকিস্তানের সর্বোচ্চ উইকেট শিকারি ৩২ বছর বয়সী রউফ।

ইনজুরির কারণে বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা থাকলেও পেসার শাহিন শাহ আফ্রিদিকে ফিট ঘোষণা করেছে পাকিস্তানের মেডিক্যাল টিম। তাই বিশ্বকাপ দলে রাখা হয়েছে আফ্রিদিকে। পেস আক্রমণে আফ্রিদির সঙ্গী নাসিম শাহ, ফাহিম আশরাফ এবং সালমান মির্জা।

অভিজ্ঞ শাদাব খানের সাথে স্পিন বিভাগ সামলাবেন মোহাম্মাদ নাওয়াজ, আবরার আহমেদ ও উসমান তারিক।

বিশ্বকাপ দলে রাখা হয়েছে সাবেক অধিনায়ক বাবর আজমকে। অফ-ফর্মের কারণে গত এশিয়া কাপের দলে ছিলেন না তিনি। সম্প্রতি বিগ ব্যাশে খেলেছেন বাবর। কিন্তু নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেননি তিনি। সিডনি সিক্সার্সের হয়ে ১১ ইনিংসে ১০৩.০৬ স্ট্রাইক রেটে ২০২ রান করেন বাবর।

বিশ্বকাপে নিজেদের সব ম্যাচ শ্রীলঙ্কায় খেলবে পাকিস্তান। ‘এ’ গ্রুপে ভারত, নামিবিয়া, নেদারল্যান্ডস এবং যুক্তরাষ্ট্রের সঙ্গী তারা। আগামী ৭ ফেব্রুয়ারি কলম্বোয় নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে পাকিস্তান।

পাকিস্তান দল : সালমান আগা (অধিনায়ক), আবরার আহমেদ, বাবর আজম, ফাহিম আশরাফ, ফখর জামান, খাজা নাফা, মোহাম্মদ নওয়াজ, সালমান মির্জা, নাসিম শাহ, সাহেবজাদা ফারহান, সাইম আইয়ুব, শাহিন শাহ আফ্রিদি, শাদাব খান, উসমান খান, উসমান তারিক