এশিয়া কাপ

অভিযোগ প্রত্যাখ্যান আইসিসির, না খেলার সিদ্ধান্তেই অটল থাকবে পাকিস্তান!

এই ঘটনার পরিপ্রেক্ষিতে ম্যাচ রেফারি কর্তৃক আইসিসির আচরণবিধি লঙ্ঘনের কারণে একটি আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করে পাকিস্তান এবং দেশটির ক্রিকেট বোর্ড পিসিবি এশিয়া কাপ থেকে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে অবিলম্বে অপসারণের দাবি জানায়।

নয়া দিগন্ত অনলাইন
পাকিস্তানের অভিযোগ প্রত্যাখ্যান করেছে আইসিসি
পাকিস্তানের অভিযোগ প্রত্যাখ্যান করেছে আইসিসি |সংগৃহীত

ভারতের বিপক্ষে অনুষ্ঠিত ম্যাচে পক্ষপাতিত্ব করার অভিযোগ এনে আইসিসিরি কাছে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে অপসারণের দাবি জানিয়েছিল পাকিস্তান। কিন্তু আইসিসি পিসিবির এই দাবি প্রত্যাখ্যান করে দিয়েছে।

মঙ্গলবার (১৬ সেপ্টম্বর) ডেইলি জংগ বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, আইসিসি সিদ্ধান্ত জানানোর পর পাকিস্তান এশিয়া কাপের বাকি ম্যাচগুলো খেলবে কিনা, সে বিষয়ে খুব শিগগিরই বৈঠকে বসতে পারে পিসিবির শীর্ষ নেতৃত্ব।

সূত্রের খবর, পাকিস্তানের দাবি পূরণ না হলে, দলটি এশিয়া কাপ থেকে সরে দাঁড়াতে পারে। তবে, চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার আগে, পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি সরকারি গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সাথে বিষয়টি নিয়ে পরামর্শ করবেন। এরপরই চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

তবে, ভারতীয় কয়েকটি সংবাদমাধ্যম ‘ইএসপিএন ক্রিকইনফো’র সূত্রে দাবি করেছে, প্রতিযোগিতা থেকে নাম সরিয়ে নেয়ার পরিকল্পনা থেকে সরে এসেছে পাকিস্তান। আইসিসির জবাবের আগেই তাদের সিদ্ধান্ত ছিল যে, এশিয়া কাপের বাকি ম্যাচগুলো তারা খেলবে। সেই হিসাবে বুধবার গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামবে সালমান-শাহিনরা।

এর আগে, ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের বিরুদ্ধে ক্রিকেটের স্পিরিট ও চেতনার পরিপন্থী পদক্ষেপের অভিযোগ আনে পাকিস্তান। দেশটির দাবি ছিল- রোববারের ম্যাচে টসের আগে, অ্যান্ডি পাইক্রফট পাকিস্তান ও ভারত- দুই দলের অধিনায়ককে করমর্দন করতে নিষেধ করেন।

শুধু তাই নয়; এরও আগে, ম্যাচ রেফারি পাইক্রফট পাকিস্তানের মিডিয়া ম্যানেজারকে হাত না মেলানোর দৃশ্য রেকর্ড করতেও নিষেধ করে দেন বলে জানায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ওই সময় এর তীব্র সমালোচনা করেন পাকিস্তানের টিম ম্যানেজার নাভিদ আকরাম চিমা।

ম্যাচ শেষে, পাকিস্তানি টিম ম্যানেজার নাভিদ আকরাম চিমা টুর্নামেন্ট পরিচালক অ্যান্ড্রু রাসেলের কাছে এ বিষয়ে তার আপত্তিও প্রকাশ করেন। এর জবাবে অ্যান্ড্রু রাসেল বলেন, আমরা ভারতীয় বোর্ডের কাছ থেকে নির্দেশনা পেয়েছি এবং একটু পর তিনি বলেন যে, এগুলো আসলে ভারত সরকারের নির্দেশ।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে ম্যাচ রেফারি কর্তৃক আইসিসির আচরণবিধি লঙ্ঘনের কারণে একটি আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করে পাকিস্তান এবং দেশটির ক্রিকেট বোর্ড পিসিবি এশিয়া কাপ থেকে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে অবিলম্বে অপসারণের দাবি জানায়।

সূত্র : ডেইলি জংগ ও জিও নিউজ