সময় বেঁধে দিলো আইসিসি, অন্যথায় বাংলাদেশকে ছাড়াই মাঠে গড়াতে পারে বিশ্বকাপ

ভারত সফরে বাংলাদেশ দলের নিরাপত্তা ঝুঁকি থাকলেও আইসিসি তাদের অবস্থানে অনড়। মূল সূচিতে কোনো পরিবর্তন আনা হবে না বলে জানিয়েছে তারা। উল্টো তারা বলছে ভারতে টাইগারদের কোনো নির্দিষ্ট নিরাপত্তা হুমকি নেই।

নয়া দিগন্ত অনলাইন

একদিকে বিসিবি, অন্যদিকে আইসিসি। দুই পক্ষের মুখোমুখি অবস্থানে বিপাকে বাংলাদেশ। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে টাইগারদের অংশগ্রহণ নিয়ে শঙ্কা বাড়ছে আরো। এবার শঙ্কা আরো বাড়িয়ে দিলো আইসিসি।

বাংলাদেশকে নিজেদের অবস্থান থেকে সরে আসতে সময় বেঁধে দিয়েছে বিশ্ব ক্রিকেটের এই নিয়ন্ত্রক সংস্থা। জানিয়েছে- আগামী ২১ জানুয়ারি নির্ধারণ হবে টাইগারদের ভাগ্য। এর মাঝেই বদলাতে হবে মত।

নিরাপত্তা শঙ্কায় ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যেতে চায় না বাংলাদেশ। নিজেদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নিতে আইসিসিকে চিঠি দেয় তারা। তবে এখনো আইসিসির সহযোগিতা পায়নি বিসিবি।

উল্টো বাংলাদেশকে ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত থেকে সরিয়ে আনতে চেষ্টার কমতি রাখেনি আইসিসি। এমনকি গতকাল (শনিবার) বাংলাদেশে প্রতিনিধিও পাঠায় তারা। তবে মন গলেনি বিসিবি কর্তাদের।

ফলে বাংলাদেশ দলের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা এখনো দূর হয়নি। তবে যেভাবে ঘটছে সবকিছু, বাংলাদেশ অনড় অবস্থানে থাকলে তাদের ছাড়াই বিশ্বকাপ আয়োজনের পথে হাঁটছে আইসিসি।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে ২১ জানুয়ারি। ক্রিকইনফো জানিয়েছে, শনিবারের আলোচনায় আইসিসি এই সময়সীমা বিসিবিকে জানিয়ে দিয়েছে।

ভারত সফরে বাংলাদেশ দলের নিরাপত্তা ঝুঁকি থাকলেও আইসিসি তাদের অবস্থানে অনড়। মূল সূচিতে কোনো পরিবর্তন আনা হবে না বলে জানিয়েছে তারা। উল্টো তারা বলছে ভারতে টাইগারদের কোনো নির্দিষ্ট নিরাপত্তা হুমকি নেই।

যাহোক সূত্রগুলো বলছে, আইসিসি এখন বিসিবির চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় থাকবে। যদি বিসিবি বাংলাদেশ দলকে ভারতে যেতে অনুমতি না দেয়, সে ক্ষেত্রে আইসিসি বিকল্প দল ঘোষণা করতে পারে।

বর্তমান র‍্যাঙ্কিং অনুযায়ী, সেই দলটি হতে পারে স্কটল্যান্ড। অথবা বাংলাদেশের জায়গা খালি রেখেই মাঠে গড়াতে পারে বিশ্বকাপ।