নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের দল ঘোষণা, ফিরলেন গিল ও আইয়ার

আগামী ১১ জানুয়ারি থেকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করবে ভারত ও নিউজিল্যান্ড।

নয়া দিগন্ত অনলাইন
ভারতীয় দল
ভারতীয় দল |সংগৃহীত

ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের জন্য ভারতীয় ক্রিকেট দলে ফিরেছেন শুভমান গিল ও শ্রেয়াস আইয়ার।

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য ঘোষিত দলকে নেতৃত্ব দেবেন গিল। তার ডেপুটি হিসেবে থাকছেন আইয়ার।

তবে শর্ত দিয়ে আইয়ারকে দলে রেখেছে ভারত। ফিটনেস পরীক্ষায় পাস করলেই একাদশে সুযোগ পাবেন আইয়ার। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) মেডিক্যাল টিমের রিপোর্টের ভিত্তিতে দলে রাখা হয়েছে আইয়ারকে।

গত অক্টোবরে অস্ট্রেলিয়া সফরে তৃতীয় ও শেষ ওয়ানডেতে ক্যাচ নিতে গিয়ে পাঁজরে চোট পেয়েছিলেন আইয়ার। রক্তক্ষরণ হওয়ায় হাসপাতালে বেশ কিছুদিন ভর্তিও ছিলেন তিনি। সুস্থ হয়ে মাঠে ফেরার অপেক্ষায় আছেন আইয়ার।

গত মাসে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় টেস্টে ঘাড়ের ইনজুরিতে পড়েন গিল। এরপর প্রোটিয়াদের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারেননি তিনি। তার জায়গায় ওয়ানডে সিরিজে ভারতীয় দলের নেতৃত্ব দেন লোকেশ রাহুল। সিরিজটি ২-১ ব্যবধানে জিতে নেয় স্বাগতিক ভারত।

টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা বিবেচনা করে নিউজিল্যান্ড সিরিজে বিশ্রাম দেয়া হয়েছে জসপ্রিত বুমরাহ এবং হার্দিক পান্ডিয়াকে।

আগামী ১১ জানুয়ারি থেকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করবে ভারত ও নিউজিল্যান্ড।

ভারত ওয়ানডে দল : শুভমান গিল (অধিনায়ক), শ্রেয়াস আইয়ার (সহ-অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজা, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, মোহাম্মদ সিরাজ, হার্ষিত রানা, প্রসিদ্ধ কৃষ্ণা, কুলদীপ যাদব, ঋষভ পান্ত (উইকেটরক্ষক), নীতিশ কুমার রেড্ডি, অর্শদীপ সিং এবং যশস্বী জয়সওয়াল।