আফগানিস্তানের বিপক্ষে ‘রোমাঞ্চকর’ জয়ের পর বেশ ফুরফুরে মেজাজেই আছে বাংলাদেশ। তবে বিশ্রামের সুযোগ নেই, আজই মাঠে নামতে হচ্ছে টাইগারদের। রাতে মাঠে নামবে সিরিজ নিশ্চিত করার মিশনে।
তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আফগানিস্তানকে রুখে দিয়েছে বাংলাদেশ। খানিকটা রোমাঞ্চ ছড়ালেও জয় পেতে সমস্যা হয়নি টাইগারদের। ৪ উইকেটের জয়ে সিরিজে এগিয়ে আছে ১-০তে।
এবার ১ ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করার পালা। শুক্রবার জাকের আলিরা মাঠে নামছে সেই লক্ষ্যেই। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।
এই ম্যাচে একাদশে এক পরিবর্তন আসতে পারে বাংলাদেশের। তাসকিন আহমেদকে বিশ্রাম দেয়া হতে পারে আজ। তবে বড় চিন্তার জায়গা যেই মিডলঅর্ডার, তা অপরিবর্তিতই রাখতে হচ্ছে।
গতরাতে উদ্বোধনী জুটিতে তানজিদ তামিম ও পারভেজ ইমন ১১.৩ ওভারে ১০৯ রান তুললেও এরপর শুরু হয় ভুতুড়ে ধস। পরের ২৪ বলে মাত্র ৯ রানে ৬ উইকেট হারায় বাংলাদেশ।
যদিও শেষ পর্যন্ত ম্যাচটা জিতেছে বাংলাদেশ, তবে মিডলঅর্ডারের দুর্বলতা স্পষ্ট। জাকের আলি, শামিম পাটোয়ারীরা পারছেন না ভরসা হতে। তবে পরিবর্তনেরও সুযোগ নেই। তাওহীদ হৃদয় ভাইরাস জ্বরে আক্রান্ত।
এদিকে লিটন দাসের বিকল্প হিসেবে সৌম্য সরকার ডাক পেলেও ভিসা জটিলতায় এখনো যাওয়া হয়নি তার। ফলে ব্যাটিং লাইনআপে পরিবর্তন আসছে না। কঠিন হলেও তাদের নিয়েই লড়াইয়ে নামতে হবে দলকে।
আফগানিস্তানের বিপক্ষে সম্প্রতি বাংলাদেশের পরিসংখ্যান বেশ ভালোই। একটা সময় পেরে না ওঠলেও শেষ ৫ ম্যাচের চারটাতেই জিতেছে টাইগাররা। সব মিলিয়ে ১৪ দেখায় দুই দলের জয়-পরাজয় সমান ৭।
আজই হয়তো যে কারো জয়ের সংখ্যাটা বেড়ে দাঁড়াবে, হবে ৮। বাংলাদেশ নিশ্চয়ই সেই সুযোগ হাতছাড়া করতে চাইবে না!