একই দিনে, একই মাঠে খেলবে দুই দেশের নারী ও পুরুষ দল

দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের পুরুষ আর নারী দল মিলে এমনই এক অভূতপূর্ব ঘটনার জন্ম দিতে যাচ্ছেন।

নয়া দিগন্ত অনলাইন
মাঠে আফ্রিকা ও নিউজিল্যান্ড দল
মাঠে আফ্রিকা ও নিউজিল্যান্ড দল |ইন্টারনেট

অদ্ভুত এক ঘটনার সাক্ষী হতে যাচ্ছে ক্রিকেট বিশ্ব। ক্রিকেটে প্রথমবারের মতো দুই দেশের নারী ও পুরুষদল মুখোমুখি হবে একই দিনে, একই ভেন্যুতে। পাঁচ ম্যাচের সিরিজ খেলবে তারা।

দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের পুরুষ আর নারী দল মিলে এমনই এক অভূতপূর্ব ঘটনার জন্ম দিতে যাচ্ছেন। ২০২৬ সালে নিউজিল্যান্ডের মাটিতে গড়াবে ঐতিহাসিক এই সিরিজ।

দুই দেশের ক্রিকেট বোর্ডের মাঝে আলোচনার ভিত্তিতে আগামী মার্চে গড়াবে পাঁচ ম্যাচের এই টি-টোয়েন্টি সিরিজ। ১৫ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত ১০ দিনে আয়োজন হবে এই সিরিজটি।

প্রতি ম্যাচের দিন দুপুরে অনুষ্ঠিত হবে নিউজিল্যান্ডের হোয়াইট ফার্নস বনাম প্রোটিয়াস নারী দলের লড়াই। আর সন্ধ্যায় মাঠে নামবে ব্ল্যাক ক্যাপস ও প্রোটিয়াস পুরুষ দল। দুই দলের খেলা দেখা যাবে একই টিকিটে।

দ্বিপাক্ষিক এই সিরিজ হবে আবার ভিন্ন পাঁচটি মাঠে। ১৫ মার্চ মাউন্ট মঙ্গানুই, ১৭ মার্চ হ্যামিলটন, ২০ মার্চ, অকল্যান্ড, ২২ মার্চ ওয়েলিংটন ও ২৫ মার্চ ক্রাইস্টচার্চে খেলবে দুই দেশের চার দল।

প্রতিটি দিনই স্থানীয় সময় দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে শুরু হবে নারী দলের ম্যাচ, পুরুষ দলের খেলা রাত ৭টা ১৫ মিনিটের দিকে শুরু হবে।