নাইট রাইডার্স ছেড়ে দিলেও মোস্তাফিজের পাশে আছে রংপুর রাইডার্স

সুযোগ হয়তো কেড়ে নেয়া যায়, কিন্তু সম্মান অর্জিত হয় মাঠে। আমরা দ্য ফিজের সাথে আছি।

নয়া দিগন্ত অনলাইন
মোস্তাফিজুর রহমান
মোস্তাফিজুর রহমান |ইন্টারনেট

রেকর্ড মূল্যে দল পেয়েও আইপিএল খেলা হচ্ছে না মোস্তাফিজুর রহমানের। অনাকাঙ্ক্ষিত ঘটনায় আইপিএল থেকে ছিটকে গেছেন এই তারকা পেসার। তবে কঠিন এই সময়ে মোস্তাফিজের পাশেই আছে রংপুর রাইডার্স।

আইপিএলের আসন্ন আসর শুরুর আগেই এক নজিরবিহীন পরিস্থিতির সম্মুখীন হয়েছে কলকাতা নাইট রাইডার্স। ভারতের কট্টর হিন্দুত্ববাদী সংগঠনগুলোর হুমকির মুখে মোস্তাফিজকে ছেড়ে দিয়েছে তারা।

নিলামে প্রায় ১৩ কোটি টাকায় দল পাওয়া মোস্তাফিজকে ছেড়ে তো দিয়েছেই, সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে করা সব পোস্টও সরিয়ে নিয়েছে তারা, যা ভারত বা ভারতের বাহিরে তৈরি করেছে বিতর্ক।

এমতাবস্থায় স্বাভাবিকভাবেই মোস্তাফিজের পাশে আছে তার বিপিএলের দল রংপুর রাইডার্স। এক বিবৃতি দিয়ে তারা জানিয়েছে, ‘সুযোগ হয়তো কেড়ে নেয়া যায়, কিন্তু সম্মান অর্জিত হয় মাঠে। আমরা দ্য ফিজের সাথে আছি।’

সেই সাথে মোস্তাফিজের বোলিংয়ের একটি ছবি ফেসবুকে আপলোড দিয়েছে তারা। যে ছবির ভেতরে লেখা, ‘ক্রিকেট প্রতিভাকে স্বীকৃতি দেয়, সীমান্তকে নয়।’

উল্লেখ্য, কয়েকদিন ধরেই বাংলাদেশী পেসারের আসন্ন আইপিএলে খেলা নিয়ে আলোচনা ছিল তুঙ্গে। ভারতের কট্টর হিন্দুত্ববাদী দলগুলো তাকে বাদ দেয়ার দাবিতে লাগাতার বিক্ষোভ করে আসছিল।

যার রেশ ধরে আজ শনিবার সকালে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের সচিব দেবজিৎ সাইকিয়া ফিজকে আইপিএল থেকে বাদ দেয়ার নির্দেশনার কথা জানান। বোর্ডের এই নির্দেশনা মেনে নিয়ে মোস্তাফিজকে দল থেকে ছেড়ে দেয় কলকাতা।