অন্য অনেক দেশের মতো ক্রিকেট আবহ ছুঁয়েছে আর্জেন্টিনাকেও। তবে ব্যাট-বলের এ খেলার সাথে ঠিকমত খাপ খাইয়ে সারতে পারেনি আলবিসেলেস্তারা। সম্প্রতি মাত্র ৫ বলে ম্যাচ হেরেছে তারা।
ফুটবলের পরাশক্তি আর্জেন্টিনা। বর্তমান বিশ্বচ্যাম্পিয়নও তারা। আগেও শিরোপা জিতেছে আরো দু’বার। তবে ক্রিকেটে দেশটা সদ্যজাত শিশু। ফলে হোঁটচ খেতে হচ্ছে মাঝে মাঝেই।
তেমনি তারা হোঁচট খেয়েছে কানাডার সাথে। মাত্র ৫ বলেই ম্যাচ হারার লজ্জায় ডুবেছে তারা। তবুও আবার আন্তর্জাতিক মঞ্চে, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ২০২৫-এর আমেরিকা অঞ্চলের বাছাই পর্বে।
যুক্তরাষ্ট্রের জর্জিয়ার পরম বীর স্পোর্টস কমপ্লেক্সে আগে ব্যাট করে ১৯.৪ ওভারে মাত্র ২৩ রানে অলআউট হয় আর্জেন্টিনা। যা তাড়া করতে নেমে কানাডা খরচ করেছে মাত্র পাঁচটি বল।
১১৫ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে গেছে কানাডা। জয় পেয়েছে ১০ উইকেটে। অধিনায়ক যুবরাজ সামরা চারটি বলে সমান দুইটা চার ও ছক্কা হাঁকান। অন্য ওপেনার ধর্ম প্যাটেল ১ রানে অপরাজিত থাকেন।
আর্জেন্টিনার কোনো ব্যাটারই দু’ অঙ্কের রান করতে পারেননি। তাদের ২৩ রানের মধ্যে ৭ রানই এসেছে অতিরিক্ত থেকে। একাদশের সাতজন ব্যাটার সাজঘরে ফিরেছেন গোল্ডেন ডাক মেরে!
আর্জেন্টিনাকে এভাবে ধসিয়ে দেয়ার বড় কারিগর জগমানদীপ পাল। ৫ ওভারে ৩ মেডেনসহ ৭ রান দিয়ে শিকার করেছেন ৬ উইকেট।
অবশ্য এ ম্যাচটা যুব ওয়ানডের মর্যাদা ছিল না। ফলে লজ্জার রেকর্ড থেকে বেঁচে গেছে আর্জেন্টিনা। যুব ওয়ানডেতে সর্বনিম্ন রানে অলআউট হবার রেকর্ডটি স্কটল্যান্ডের।
২০০৪ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে স্কটল্যান্ড গুটিয়ে যায় মাত্র ২২ রানে। যা অস্ট্রেলিয়া মাত্র ৩.৫ ওভারে জিতে যায়। যা যুব ওয়ানডেতে এখনো ওভারের দিক থেকে দ্রুততম রান তাড়া করার রেকর্ড।